মদ খেয়ে বেপরোয়া ড্রাইভিং, গ্রেফতার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি

ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন ক্রিকেট তারকা বিনোদ কাম্বলি। এ বার সরাসরি পুলিশ হেফাজতে পৌঁছে গেলেন তিনি। অভিযোগ, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন বিনোদ কাম্বলি। সে অবস্থায় ধাক্কা দেন অন্য একটি গাড়িতে। বান্দ্রা পুলিশের তরফে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়িতে ধাক্কা দেন কাম্বলি। যে কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে তদন্ত চলছে।

বান্দ্রা সোসাইটির বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ৫০ বছর বয়সী বিনোদ কাম্বলিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) মোটরযান আইনের ১৮৫ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগ করা হয়েছে কাম্বলির বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত বছর ব্যাঙ্ক জালিয়াতির শিকার হন কাম্বলি। বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন। পরে খোয়া যাওয়া এক লক্ষ ১৩ হাজার টাকা ফেরত পান কাম্বলি।

আরও পড়ুন- যুদ্ধ শেষের ইঙ্গিত, রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন

Previous articleযুদ্ধ শেষের ইঙ্গিত, রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন
Next articleসাময়িক পত্রিকার শুভারম্ভে স্বপ্নপূরণের সুযোগ