Wednesday, November 12, 2025

Murder: খাস কলকাতায় ফের ব্যবসায়ীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Date:

লি রোডে স্বর্ণ ব্যবসায়ীর খুনের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে খাস কলকাতায় আরও এক স্বর্ণ ব্যবসায়ীর রহস্যমৃত্যু। ইতিমধ্যেই পোস্তা থানা এলাকার শিবতলা স্ট্রিটের একটি বাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে মৃত ব্যবসায়ীর নাম দিলীপ কুমার গুপ্তা(৬০)।কে বা কারা এই মৃত্যুর জন্য দায়ী, তার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:Anis Case: পরিবারের সম্মতি নিয়ে আজই আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্ত

প্রাথমিক তদন্তে জানা গেছে, শিবতলা স্ট্রিটের ওই বাড়িটি ভাড়ায় নিয়েছিলেন দিলীপ কুমার গুপ্তা৷ সেখানেই তিনি সোনার কাজকর্ম করতেন৷ অনান্যদিনের মতোই রবিবার সকালে দোকানেই ছিলেন তিনি। অনেকক্ষণ পর এক কর্মচারি বাড়িতে ঢোকেন৷ ঢুকেই দেখেন ভিতরে হাত-পা বাধা অবস্থায় পড়ে রয়েছেন ব্যবসায়ী। শরীর থেকে গড়িয়ে পড়ছে রক্ত। লণ্ডভণ্ড ছিল গোটা ঘর। তড়িঘড়ি ওই কর্মচারী পুলিশে খবর দেন। হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর দেহটি উদ্ধার করে।  ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্বর্ণব্যবসায়ী দেহ উদ্ধারের খবরে রাতেই ঘটনাস্থলে যান  লালবাজারের জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলীধর শর্মা, ডিসি ডিডি স্পেশ্যাল দেবস্মিতা দাস-সহ উচ্চপদস্থ আধিকারিকরা৷ স্বর্ণব্যবসায়ী খুনের তদন্ত করতে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তল্লাশি চালানো ব্যবসায়ীর বাড়িতেও।লুঠপাট ছাড়া মৃত্যুর নেপথ্যে ব্যবসায়ীক শত্রুতা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এমনকি খুনীকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ জোগাড়ের চেষ্টা চলছে।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version