Thursday, August 28, 2025

রাজ্যের বিরোধীদের পাশাপাশি হিংসার অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন খোদ রাজ্যপাল(Govornor)। যদিও কমিশনার সৌরভ দাস জানিয়ে দেন, জেলাশাসকদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে পুনর্নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন(EC)। এরপরই সন্ধ্যায় কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, আগামিকাল মঙ্গলবার রাজ্যের দুই বুথে হবে নির্বাচন। এদিন কমিশন জানিয়ে দিয়েছে, মঙ্গলবার ভোটগ্রহন হবে শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে ও দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে।

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচন। যদিও বিরোধীদের তরফে হিংসার অভিযোগের ভিত্তিতে সোমবার নির্বাচন কমিশনারকে তলব করে পুনর্নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন বিকেলে রাজ্যপালের ডাকে রাজভবনে উপস্থিত হয়েছিলেন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, সেখানে রাজ্যপাল তাঁকে প্রশ্ন করেন, হিংসার আশঙ্কা থাকা সত্বেও কেন তা রুখতে পারল না কমিশন? কেন ইভিএম ভাঙচুর ও অশান্তির ঘটনা ঘটল? এর পাশাপাশি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপর নির্বাচন কমিশনারের কাছে বেশ কয়েকটি জায়গায় পুনর্নির্বাচন চেয়ে বসেন স্বয়ং রাজ্যপাল। পাল্টা সৌরভ দাস রাজ্যপালকে জানান, এব্যাপারে একতরফা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যপালের নেই। জেলাশাসকদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে পুনর্নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন। পরে কমিশনের তরফে জানানো হয়, অনেকগুলো ইভিএম আংশিক ভেঙে গেলেও তা থেকে তথ্য বিনষ্ট হয়ে যায়নি। পাশাপাশি, জেলাশাসকরা জানিয়েছেন, ভোট গণনার সময় কোনও সমস্যা হবে না। পাশাপাশি জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতে সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে দুটি বুথে আবার ভোট করানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version