KIBF: ‘আরও বেশি বই কিনতে হবে, পড়তে হবে’, প্রথম দিন বইমেলায় এসে বললেন সোহিনী

৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রথমদিন পা রাখলেন অভিনেত্রী সোহিনী সরকার। অভিনয় জগৎ ছাড়াও বইয়ের প্রতি ভালোবাসা তাঁর রয়েছে। খোলামেলা মেজাজে সোহিনী জানালেন, ‘বই কেনার প্রতি আমার খুব আগ্রহ। তাই বই কেনার সঠিক জায়গা বইমেলা আমার বেশ পছন্দের।’

লেখক হুমায়ূন আহমেদ-এর বই পড়তে বেশি উৎসাহী এই অভিনেত্রী। তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে যাওয়ার ফলে অনেকের বইয়ের প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে আসছে। আরও বেশি বই কিনতে হবে, পড়তে হবে।

বইপ্রেমী এই তারকা জানিয়েছেন, সিনেমার পাশাপাশি অবসর সময়ে তিনি লিখতেও পছন্দ করেন। বং ক্রাশ জানান, তাঁর নতুন ছবি ‘শ্রীকান্ত’। যদিও শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ অবলম্বনে নয়।

আরও পড়ুন- KIBF: বইমেলায় সেজে উঠেছে লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন, খুশি সম্পাদকরা

Previous articleKIBF: হাতে প্ল্যাকার্ড, বইমেলায় সচেতনতার বার্তা ছড়াচ্ছেন বিমল
Next articleKIBF: শিশুদের বইমেলামুখী করতে হবে, বললেন কৃষ্ণা চক্রবর্তী