প্রতিবছরের মতো এবছরও বইমেলায় উপস্থিত হয়েছেন বহু খ্যাতনামা শিল্পী, পরিচালক ও সাহিত্যিক তাঁদের মধ্যে একজন হলেন মনোবিদ তথা কবি অনুত্তমা বন্দ্যোপাধ্যায় (Anuttama Banerjee)। কারিগরি স্টলে তিনি তাঁর ভক্তদের আবদার মিটিয়ে প্রত্যেকের বইয়ে স্বাক্ষর করেন। অনুত্তমা বলেন, বই হল অনেকটা ক্যালেন্ডারের মত। প্রতিবছর বই প্রকাশ করতে ইচ্ছুক নন এই বিশিষ্ট মনোবিদ। কিন্তু অনেকদিন ধরে তাঁর লেখা কবিতা জমে থাকার ফলে তিনি এ বছর নতুন বই প্রকাশ করেন এ ক্ষেত্রে তিনি বলেন কারিগরের কর্মকর্তাদের উৎসাহেই তাঁর বই প্রকাশ। কোভিড পরিস্থিতিতে যে বইমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল তিনি সেটাকে সমর্থন করেন বলেও এ দিন জানান। তরুণ প্রজন্মদের উদ্দেশে তাঁর (Anuttama Banerjee) বার্তা, নিজের পছন্দমত বই পড়ো, কে কী বলছে সে দিকে মন দিও না।

আরও পড়ুন-রাত পোহালেই ১০৮টি পুরসভার ভোট গণনা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা
