Thursday, August 28, 2025

Ukraine: ভারতীয়দের উদ্ধারে বায়ুসেনার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ নামানোর নির্দেশ মোদির

Date:

Share post:

পরিস্থিতি আরও গুরুতর হতেই এবার ইউক্রেনে(Ukraine) আটকে থাকা ভারতীয়দের(Indian) উদ্ধারে তৎপরতা শুরু হল ভারত সরকারের। ভারতীয়দের উদ্ধার প্রক্রিয়ায় গতি আনতে এবার সেখানে পাঠানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার। মঙ্গলবার থেকেই বায়ুসেনাকে(AirForce) ‘অপারেশন গঙ্গা’ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছর এই বিমান ব্যবহার করেই আফগানিস্তান থেকে উদ্ধার করে আনা হয়েছিল ভারতীয়দের। এদিকে ইউক্রেনে এক ভারতীয় পড়ুয়ায় মৃত্যুর পর উদ্বেগ আরও বাড়ছে।

অন্যদিকে, কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ইতিমধ্যেই ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে পৌছে গিয়েছে ভারতের প্রতিনিধি দল। যে দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ৪ মন্ত্রী। পাশাপাশি আজকেই সকলকে কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের তরফে। বিদেশ মন্ত্রকের তরফে জানা যাচ্ছে, রুশ বোমা এবং ক্ষেপণাস্ত্র হানা এড়াতে খারকিভে আটক ভারতীয়দের ট্রেনে করে ইউক্রেনের পড়শি দেশগুলিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, গাড়িতে গেলে রুশ বাহিনীর নিশানা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খারকিভ স্টেশনে আটক বহু ভারতীয় এখনও ট্রেনে উঠতে পারেননি বলে আটক ওই পড়ুয়ার দাবি। এদিকে খারকিভে এক পড়ুয়ার মৃত্যুর পর আতঙ্ক ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। যে কোনওভাবে ইউক্রেন ছেড়ে বেরতে মরিয়া ভারতীয় পড়ুয়ারা। এই অবস্থায় কেন্দ্রের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞ মহলের দাবি, ভারত সরকার আগে থেকে পড়ুয়াদের বের করতে উদ্যোগী হলে আজ এই অবস্থা তৈরি হত না।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...