Saturday, August 23, 2025

বারাণসীতে পরপর দুবার মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে বিক্ষোভ বিজেপির, তীব্র নিন্দা অখিলেশের

Date:

বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে এক দফা বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মীরা। গঙ্গার ঘাট থেকে বের হওয়ার সময় ফের বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির পতাকা ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে ‘জয় হিন্দ’ স্লোগান দেন তিনি। একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এহেন গাফিলতির ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার কড়া নিন্দা করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

বিজেপির এহেন পদক্ষেপের তীব্র নিন্দা করে ইতিমধ্যেই টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। টুইটারে তিনি লেখেন, দিদি ও ভাই হাত ধরেছে তাই বিজেপি হাল শোচনীয়। পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয়’ হারের পর এখনো তারা শোক কাটিয়ে উঠতে পারেনি। তাই বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কালোপতাকা দেখানো হচ্ছে। এটা বিজেপি সমর্থকদের হতাশার অন্য এক রূপ কারণ তারা জানে উত্তরপ্রদেশেও তারা ওইভাবেই হারবে।” এদিকে গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, ২ দিনের বারাণসী সফরে বুধবার উত্তরপ্রদেশ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের মাটিতে পা রেখে এদিন বারাণসীতে গঙ্গা আরতি দেখতে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। কনভয় ঘিরে ধরে দেখানো হয় কালো পতাকা ও স্লোগান। ইতিমধ্যেই গোটা ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগ। গঙ্গা আরতি দেখে ফেরার পথে ফের মুখ্যমন্ত্রীর কনভয়কে ঘিরে ফের আরেক দফা বিক্ষোভ দেখায় বিজেপি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি এহেন ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Municipal Election 2022: ইভিএম বিভ্রাট! ৪ মার্চ পুনর্নির্বাচন শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডে

 

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version