Tuesday, January 13, 2026

সবুজ ঝড়ে তছনছ অর্জুন-গড়: ভাটপাড়া পুরসভা তৃণমূলের দখলে

Date:

Share post:

বাংলায় আরও এক নির্বাচন। বাংলায় আরও এক সবুজ ঝড়। ১০৮ পুরসভা নির্বাচনে বিরোধীদের ধুলিস্যাৎ করে ১০২ টি পুরসভার দখল নিয়েছে তৃণমূল(TMC)। তবে এই নির্বাচনে বাড়তি নজর ছিল অর্জুন গড় হিসেবে পরিচিত ভাটপাড়ায়। ফলপ্রকাশের পর সেখানে স্পষ্ট হয়ে গেল বিজেপির(BJP) দুর্দশার ছবিটা। একটি আসনও পেল না গেরুয়া শিবির। শুধু ভাটপাড়া(Bhatpara) নয়, গোটা উত্তর ২৪ পরগনাতেই বিজেপির দৈনদশার ছবিটা প্রকাশ্যে চলে এসেছে এদিন।

ভাটপাড়া পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৫। তবে একটি ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ভোট স্থগিত হয়ে যায়। বাকি ৩৪ টি ওয়ার্ডের মধ্যে ৩৪ টি ওয়ার্ডেই এদিন জয়লাভ করেছে তৃণমূল। উল্লেখ্য, ২০১৫ সালে ভাটপাড়ায় ৩৫ ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছিল ৩৪ টি এবং ১ টিতে জয়ী হয়েছিল সিপিএম। ভাটপাড়ার পাশাপাশি গোটা উত্তর ২৪ পরগনাতেই দেখা গিয়েছে একই ছবি। ২৫ টি পুরসভার মধ্যে সবকটি পুরসভাই দখলে নিয়েছে তৃণমূল। বিরোধীদের অবস্থা কোথাও একটি ওয়ার্ড তো কথাও ২ টি ওয়ার্ড। হাবড়া, ব্যারাকপুর, নৈহাটি, কাচড়াপাড়া, হালিশহর, টিটাগড়ের মতো একাধিক পুরসভাতে সবকটি ওয়ার্ডে একচেটিয়া ভাবে জয়লাভ করেছে তৃণমূল। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভাটপাড়া তো বটেই উত্তর ২৪ পরগনায় বিরোধীদের অবস্থা কতটা দুর্দশাপূর্ণ। যদিও নিজেদের ব্যর্থতা ঢাকতে চেনা অঙ্কে ফের ভোটে রিগিংয়ের অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও সে দাবি ধোপে টিকছে না।

spot_img

Related articles

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...