ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে এবার ‘অপারেশন গঙ্গা’ রেসকিউ প্রোগ্রাম

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : কেন্দ্রের বিশাল রেসকিউ প্রোগ্রাম ‘অপারেশন গঙ্গা’র অধীনে ইউক্রেন থেকে ভারতীয়দের আনতে বুধবার ভোর ৪ টে নাগাদ ভারতীয় বায়ু সেনার সি-১৭ গ্লোবমাস্টার রোমানিয়ার উদ্দেশে রওনা হয়েছে। এর আগে প্রতিকূল পরিস্থিতিতে একাধিকবার ভারত সরকারের সহায় হয়েছিল এই সি-১৭ গ্লোবমাস্টার। চিনের সঙ্গে সামরিক সংঘর্ষের সময় লাদাখে ট্যাঙ্ক বহন করা থেকে শুরু করে কোভিড -১৯ এর সবচেয়ে খারাপ পর্যায়ে অক্সিজেন ট্যাঙ্কার সরবরাহ এবং সম্প্রতি তালিবান দখলের পরে আফগানিস্তান থেকে লোকদের উদ্ধার করা। ভারতীয় বিমান বাহিনীর সি -১৭ গ্লোবমাস্টার আবারও একটি সংকটের সমাধানে নিয়োজিত ।ভারতীয় বিমান বাহিনীর এই জাম্বো পরিবহন বিমানের ৮০ টন পর্যন্ত বহন ক্ষমতা রয়েছে।রাশিয়ার সামরিক অভিযানের ফলে ইউক্রেনে আটকা পড়া ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনতে উড়ান শুরু করে দিয়েছে সি-১৭ বিমান। এই বিমানে একবারে ৮৫০জন ভারতীয়কে ফিরিয়ে আনা সম্ভব।

 

এর আগে তালিবানরা দেশ দখল করার পরে আফগানিস্তান থেকে ৮৪২ জনকে ফিরিয়ে নিয়ে এসেছিল দিল্লি। ‘অপারেশন গঙ্গা’ নামে ভারত যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ভারতীয়দের সরিয়ে নিতে এর আগে পশ্চিম ইউক্রেন সীমান্তবর্তী হাঙ্গেরি, পোল্যান্ড এবং রোমানিয়াতে এয়ার ইন্ডিয়া’র বিমান পাঠিয়েছিল।

Previous articleUkraine Russia: ‘বন্ধ করুন যুদ্ধ’:পুতিনের বিরুদ্ধে রাশিয়ার পথে যুদ্ধ বিরোধীরা
Next articleশুরু হচ্ছে JEE Main 2022 Exam, কী জানাচ্ছে NTA?