Bcci: বোর্ড প্রশাসনে রদবদল, নতুন জেনারেল ম্যানেজার হতে চলেছেন আবে কুরুভিল্লা

ধীরাজ মালহোত্রার ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন আবে কুরুভিল্লা

বিসিসিআইয়ের (Bcci) নতুন জেনারেল ম্যানেজার হতে চলেছেন ভারতের প্রাক্তন পেসার আবে কুরুভিল্লা (Abey Kuruvilla)। ধীরাজ মালহোত্রার ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন তিনি। গত বছর জাতীয় নির্বাচক করা হয়েছিল কুরুভিল্লা। সেই পদ ছেড়ে দিয়েছেন তিনি। বুধবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে জেনারেল ম্যানেজার হিসাবে তাঁর নাম অনুমোদন করা হয়েছে।

কয়েক মাস আগেই জেনারেল ম্যানেজারের পদ ছেড়েছেন ধীরাজ। বর্তমানে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। গত বছর অজিত আগারকরকে পিছনে ফেলে পশ্চিমাঞ্চলের নির্বাচক হয়েছিলেন কুরুভিল্লা। কিন্তু জাতীয় স্তরে নির্বাচক হিসেবে পাঁচ বছর পূর্ণ হওয়ায় সেই পদ তাঁকে ছাড়তে হয়। এর আগে জুনিয়র জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন কুরুভিল্লা।

ভারতের হয়ে ১০টি টেস্ট খেলেছেন কুরুভিল্লা।

 

Previous articleVirat Kohli: মোহালিতে শততম টেস্ট ম‍্যাচে নামার আগে কী বললেন কোহলি?
Next articleTrain Accident:অমানবিক দৃশ‍্য! প্ল্যাটফর্মে ভিড়ের মাঝেই দু’টুকরো হয়ে গেলেন যুবক