Train Accident:অমানবিক দৃশ‍্য! প্ল্যাটফর্মে ভিড়ের মাঝেই দু’টুকরো হয়ে গেলেন যুবক

মৃতদেহ চাকায় নিয়ে চলল ট্রেন, সাক্ষী থাকলো রেল যাত্রীরা

বৃহস্পতিবার সকালে নিত্যযাত্রীদের ভিড়ের মাঝেই মালতিপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন ৩৫ বছরের এক যুবক। প্রতিদিনের মতই শিয়ালদহ-হাসনাবাদ আপ লোকাল(Sealdah- Hasnabad up local) মালতিপুর স্টেশনে(Malatipur Station) ঢুকছিল। অফিস টাইমের ব্যস্ততার মাঝে হঠাৎ মারাত্মক কাণ্ড। ট্রেনটা এগিয়ে আসতেই পিছন থেকে যাত্রীদের ঠেলে ট্রেনের(Train) সামনে ঝাঁপ দেয় ওই যুবক, নিমেষে দুটো টুকরো হয়ে যায় দেহ। শরীরের সামনের অংশ আটকে যায় ট্রেনের চাকার সঙ্গে। ওই অবস্থাতেই চলতে থাকে ট্রেন। মালতিপুর স্টেশনে(Malatipur Station) মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন অফিসযাত্রীরা।

Madhuri Dixit : ছোট পর্দায় মাধুরী ধামাকা, সুচিত্রা সেনের গানে তাল মেলাবেন ‘ধকধক গার্ল’

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল আটটা নাগাদ মালতিপুর স্টেশনের কাছে শিয়ালদা হাসনাবাদ আপ ট্রেন আসা মাত্রই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যেই মিশে থাকা যুবক ট্রেনের ঝাঁপ দেন। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। ট্রেনের চাকায় যুবকের মৃতদেহ টানতে টানতে ট্রেন হাড়োয়া স্টেশনে পৌঁছায়। এই অমানবিক দৃশ্য দেখে হকচকিয়ে যায় ট্রেনের যাত্রীরা। শিয়ালদহ-হাসনাবাদ বিভাগের আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। বেশ কিছুক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে রেলপুলিশের (Rail Police)আধিকারিকরা গিয়ে তড়িঘড়ি মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করেন। মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখা হবে বলেই খবর। তবে সপ্তাহের ব্যস্ততম কাজের দিনে এমন ঘটনায় সাধারণ নিত্যযাত্রী রীতিমতো দুর্ভোগের শিকার হন।

 

Previous articleBcci: বোর্ড প্রশাসনে রদবদল, নতুন জেনারেল ম্যানেজার হতে চলেছেন আবে কুরুভিল্লা
Next articleমমতাকে দেখেই হারের ভয় পাচ্ছে বিজেপি: তৃণমূল নেত্রীকে পাশে নিয়ে হুঙ্কার অখিলেশের