Thursday, December 4, 2025

নিজেদের বুথে ডুবিয়েছেন! শুভেন্দু-দিলীপ-সুকান্তর বিরুদ্ধে তথ্য গেল দিল্লিতে*

Date:

Share post:

(কাঁথি, পশ্চিম মেদিনীপুর হোক কিংবা বালুরঘাট, নিজেদের গড়ে রাজ্য বিজেপির ক্ষমতাসীন নেতারা যেভাবে দলকে ডুবিয়েছেন, বিস্তারিতভাবে সেই রিপোর্ট গেল দিল্লিতে)

কলকাতা সহ রাজ্যের ৫ পুরনিগমের ভোট হোক কিংবা সদ্যসমাপ্ত ১০৮টি পৌরসভা নির্বাচন, বিজেপিকে পিছনে ফেলে প্রধান বিরোধী শক্তি হিসেবে ফের উঠে আসার ইঙ্গিত দিয়েছে বামেরা। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির।

১০৮ পুরভোটের ফলাফল যদি বিশ্লেষণ করা যায় তাহলে ছবিটা আরও স্পষ্ট হবে। গণনার শেষে বিজেপির ঝুলি শূন্য। খাতায়-কলমে প্রধান বিরোধী দল হয়েও একটি পুরসভারও দখল পায়নি গেরুয়া শিবির। দাঁত ফোটানো তো দূরের কথা কোথাও আঁচড় পর্যন্ত কাটতে পারেনি বঙ্গ বিজেপি। রাজ্যে ২২৭৪ ওয়ার্ডের মধ্যে বিজেপি জিতেছে মাত্র ৬৩ টিতে। দলের বাইরে এমন ফল নিয়ে কটাক্ষের মুখে তো পড়তেই হচ্ছে, সমালোচনার সুর অন্দরেও।

অন্যদিকে, একুশের বিধানসভা ভোটের পর উপনির্বাচন ও পুরভোট একের পর এক ভোটে দলের গ্রাফ যেভাবে নামছে তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর কার্যত ভরসা হারাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। দলের ফলাফল কী হতে পারে, তা নিয়ে ভুলে ভরা রিপোর্ট দেওয়া হচ্ছে। শুভেন্দুদের দেওয়া রিপোর্টের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। ফলে বাস্তবের সঙ্গে তার কোনও মিলও নেই। শুধু তাই নয়, বিধানসভা ভোট থেকে শুরু করে সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচন পর্যন্ত শুভেন্দু অধিকারী যেখানে যেখানে প্রচারে গিয়েছেন সেখানে সেখানে গেরুয়া শিবিরের ভরাডুবি হয়েছে। দলের অন্দরে গুঞ্জন উঠতে শুরু করেছে, একটা শুভেন্দু বাংলায় বিজেপিকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট।

এর আগে একুশের ভোটের সময় থেকেই ফল নিয়ে ও সংগঠন নিয়ে আগাম যে রিপোর্ট বঙ্গ বিজেপি নেতারা দিল্লিকে দিয়েছেন তা বারে বারে ভুল প্রমাণিত হচ্ছে। প্রশ্ন উঠে গিয়েছে, শুভেন্দু অধিকারীর মতো নেতারা যতই সন্ত্রাসের কথা বলুন, নিজের বুথ-ওয়ার্ডে কী করে বিজেপি প্রার্থীরা হারছেন? যে নেতারা নিজের বুথ, পার্ট সামলাতে পারেন না, সেই নেতারা রাজ্য সামলাবেন কী করে? শুভেন্দুর মতো একই কথা প্রযোজ্য দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও।

আর এই সুযোগেই সলতে পাকাতে শুরু করেছেন গেরুয়া শিবিরের বিদ্রোহী ও বেসুরো নেতারা। কাঁথি, পশ্চিম মেদিনীপুর হোক কিংবা বালুরঘাট, নিজেদের গড়ে রাজ্য বিজেপির ক্ষমতাসীন নেতারা যেভাবে দলকে ডুবিয়েছেন, বিস্তারিতভাবে সেই রিপোর্ট তৈরি করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির এক বিক্ষুব্ধ নেতা।

 

 

 

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...