Thursday, November 6, 2025

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ‘বইমেলা প্রাঙ্গণ’

Date:

সেন্ট্রাল পার্কের (Central Park) মেলা প্রাঙ্গণের নাম এবার থেকে ‘বইমেলা প্রাঙ্গন’ (Book Fair) হিসাবেই পরিচিত হোক। বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল পার্কের মাঠ হস্তান্তর করা হল। পাবলিসার্স আ্যন্ড বুক সেলার্স গিল্ডের হাতে শুক্রবার সংশ্লিষ্ট সমস্ত নথি তুলে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার থেকে এই মাঠেই হবে কলকাতা বইমেলা। বইমেলার জন্য উৎসর্গ করা হল মাঠকে।

শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য। তাঁদের হাতেই নথি তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বইমেলার উদ্বোধন যেদিন হয়েছিল সেইদিন ত্রিদিব ভট্টাচার্য এবং সুধাংশু শেখর দে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যাতে এই সেন্ট্রাল পার্কের নাম বদলে বইমেলা প্রাঙ্গণ করা হয়। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব মেনে নিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে ‌। সেই হিসেবে নির্দেশিকা জারি করা হয়। তারপর কাগজপত্র তুলে দেওয়া হয় শুক্রবার।

গিল্ডের সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ঘোষণা বলেন। এবার থেকে সেন্ট্রাল পার্ক মাঠের সমস্ত অধিকার থাকবে গিল্ডের হাতে। বইমেলা যাতে প্রত্যেক বছর এই মাঠেই হয় তা অনেকেই চেয়ে ছিলেন। সেই কথায় জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে গিল্ডের তরফ থেকে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল পার্ক কলকাতা বইমেলার জন্য উৎসর্গ করা হল।

আরও পড়ুন- রাশিয়ার সাধারণ মানুষকে পুতিন- হত্যার পরামর্শ মার্কিন সেনেটরের, পাল্টা আক্রমণ রাশিয়ান দূতাবাসের

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version