Tuesday, November 11, 2025

জিডিপি (GDP) বৃদ্ধির হার কমে গেলেও এবার সামরিক খাতে আরও খরচ বাড়ানোর ঘোষণা করল চিন (China)। প্রধানমন্ত্রী লি কেকুয়াং (PM Li Keqiang)  জানিয়েছেন, ২০২২ সালে সামরিক খাতে ২৩,০০০ কোটি ডলার অর্থাৎ প্রায় ১৭ লক্ষ ৫৭ হাজার ৭৮৭ কোটি টাকা খরচ করা হবে।

শনিবার বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে বাজেট পেশের সময় সামরিক খাতে ৭.১ শতাংশ ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করলেন চিনের (China) প্রধানমন্ত্রী (Li Keqiang)। লাদাখ এবং তাইওয়ান ঘিরে অশান্তির মধ্যে ২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চিন। উল্লেখ্য, ২০১৯ সালে চিনের সরকার প্রতিরক্ষা বাজেট ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছিল। তারপর এ বারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

আরও পড়ুন: যুদ্ধের জের, সম্পত্তি বেহাত হওয়ার ভয়ে পুতিন ঘনিষ্ঠ শিল্পপতি

শি জিনপিং সরকারের সামরিক খাতে খরচ বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গিয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ ধার্য করা হয়েছে। যা গত ১০ বছরে সর্বনিম্ন। চিনের কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বহু মাত্রায় বেশি ব্যয় করে বলে মত পশ্চিমী সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলির।

সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর (Stockholm International Peace Research Institute) ২০২১ সালের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে চিনের সামরিক খাতে ব্যয় ছিল প্রায় ২২ লক্ষ ৭১ হাজার ৮৪৪ কোটি টাকা। ওই বছর প্রতিরক্ষা খরচের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল চিন। শীর্ষ স্থানে ছিল আমেরিকা। ওই দেশ প্রায় ৫৮ লক্ষ ৩ হাজার ৪০৫ কোটি টাকা খরচ করেছিল। তৃতীয় স্থানে ছিল ভারত। ভারত ২০২১ সালে সামরিক খাতে খরচা করেছিল প্রায় ৬ লক্ষ ৫৭ হাজার ২১২ কোটি টাকা।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version