Friday, November 7, 2025

অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

Date:

রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের (Entire Staff Russian TV Channel Resigned)। তাঁদের দাবি, যুদ্ধ নয়, শান্তি চাই। ইউক্রেন- আক্রমণের বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ আগেই দেখা গিয়েছিল। এবার রাশিয়ার সংবাদমাধ্যমের বহু কর্মীরা অন এয়ারই চাকরি ছাড়লেন।

রাশিয়ার খবরের চ্যানেল টিভি রেইন লাগাতার যুদ্ধের খবর তুলে ধরছিল। ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যুর খবরও ওই চ্যানেলের কর্মীরা তুলে ধরছিলেন দর্শকদের সামনে। তাতেই ওই চ্যানেলের সম্প্রচার সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় মস্কো। সেই মতো শেষ বার সম্প্রচার চলাকালীন কর্মীরা একজোটে ক্যামেরার সামনে হাজির হয়ে বলেন, যুদ্ধের বিরোধিতায় গণ ইস্তফা (Entire Staff Russian TV Channel Resigned) দিচ্ছেন তাঁরা। যুদ্ধ থামলে, আবার দর্শকের সামনে উপস্থিত হবেন তাঁরা। টিভি রেইন-এর কর্মীদের গণ ইস্তফার ভিডিয়োটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-জেলেনস্কির প্ররোচনায় নিউক্লিয়ার প্লান্টে হামলা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর

চ্যানেল টিভি রেইন-এর প্রতিষ্ঠাতা ন্যাটালিয়া সিন্দেয়েভা বলেন, “আমাদের এই যুদ্ধে সায় নেই।” তাঁরা ক্য়ামেরার সামনে থেকে সরে যাওয়ার পর চ্যানেলে দেখানো হয় ‘সোয়ান লেক ব্যালে’ ভিডিয়ো। যা কি না ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশের সমস্ত রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেখানো হয়েছিল।

রাশিয়া ইউক্রেন হামলার পর বিভিন্ন দেশে সমালোচনার মুখে পড়েছে পুতিনের দেশ। যে কয়েকটি মুক্তমনা চ্যানেল এবং রেডিও স্টেশন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছিল সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, যুদ্ধবিরোধী অবস্থান থেকে ভুয়ো খবর দেখালে জেল হেফাজতের হুমকিও দেওয়া হয়েছে বহু সংবাদমাধ্যমকে।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version