Tuesday, May 20, 2025

সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক

Date:

সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেনের(Ukraine) পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের(Indian Student) নিয়ে। গুরুতর এই পরিস্থিতির মাঝেই শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) জানালেন, “ইউক্রেনের সুমিতে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। আমাদের পড়ুয়ারা যাতে সুরক্ষিতভাবে সেখান থেকে বের হয়ে আসেন তার জন্য ‘সেফ করিডর'(Safe Corridor) তৈরির বিষয়ে আলোচনা করা হচ্ছে দুই দেশের সঙ্গে। পড়ুয়াদের উদ্ধারে এই করিডোর তৈরিতে রাশিয়া ও ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছে ভারত।”

পাশাপাশি আটকে থাকা পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “সকল পড়ুয়াদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তারা যেন সুরক্ষিত জায়গায় আশ্রয় নেয়, এবং কোনভাবেই প্রয়োজন ছাড়া সেল্টারের বাইরে না আসে। অনাবশ্যক ঝুঁকি যেন কোনভাবেই না নেওয়া হয়।” যদিও সরকারের আশ্বাসে স্বস্তির কোন জায়গা দেখছে না আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্য শনিবার ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

আটকে থাকা এক পড়ুয়া শনিবার সংবাদমাধ্যমকে জানান, দিনের-পর-দিন বাঙ্কারে থাকতে থাকতে জল-খাবার সব শেষ। কোনমতে জল জোগাড় করা সম্ভব হলেও তা কতদিন চলবে তা নিয়ে শঙ্কা রয়েছে। সুপার মার্কেট খুলছে ঠিকই তবে এটিএমে টাকা নেই। পাশাপাশি সুপার মার্কেটে সাপ্লাই অত্যন্ত কম যা আছে তা দ্রুত শেষ হচ্ছে। কিছুদিনের মধ্যেই সব ফুরিয়ে যাবে, তখন আমরা কী করবো জানি না।

Related articles

দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, এখনই কমবে না গরম

নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষা ঢুকবে। তবে প্রাক বর্ষায় রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ জেলায়...

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, নদিয়ায় বাস-চারচাকার সংঘর্ষে মৃত ৬!

মঙ্গলের সকালে নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে, এদিন সকাল...

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...
Exit mobile version