Monday, August 25, 2025

শুক্রবার যেখানে শেষ করেছিল, শনিবার যেন সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া ( India Team)। সৌজন্যে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ঝড়ো ইনিংস। তাঁর ১৭৫ রানে অপরাজিত ইনিংসের কারণে ভারতের রান দাঁড়ায় ৫৭৪ রান। এরপরই ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দিনের শেষে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের ম‍্যাচের ফলাফল ঠিক এরকম, ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ১০৮। ৪৬৬ রানে এগিয়ে রোহিত শর্মার দল।

ম‍্যাচে এদিন শুরু থেকে দাঁপট দেখান জাড্ডু। ১৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৬১ রান করেন রবীচন্দ্রন অশ্বিন। ২০ রানে অপরাজিত মহম্মদ শামি। ম‍্যাচে এদিন পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের হয়ে তিনটি শতরানের জুটি হল প্রথম ইনিংসে। এই রেকর্ডও ভারতের হয়ে প্রথম বার হয়েছে। তিনটি জুটিতেই ছিলেন জাদেজা। প্রথমটি ছিল পন্থ ও জাদেজার মধ্যে। তাঁরা মিলে ১০৪ রান করেন। তার পরের উইকেটেই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে মিলে ১৩০ রান যোগ করেন জাড্ডুর। মহম্মদ শামির সঙ্গে নবম উইকেটে ১০৩ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫৭৪ রানে ডিক্লেয়ার দিয়ে দেয় ভারত।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র ২৮ রানে আউট হন কুরুনারত্ন। ১৭ রান থিরিমানে। লঙ্কানদের হয়ে ক্রিজে রয়েছেন পাথুম নিসাঙ্কা এবং আসালাঙ্কা। ভারতের হয়ে দুটি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।

এদিকে ম‍্যাচে এদিন শততম টেস্টে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে গার্ড অব অনার দিলেন রোহিত শর্মারা। ভারত ফিল্ডিং করতে নামার সময় কোহলিকে সম্মান জানান ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুন:Jadeja: মোহালিতে ঝলসে উঠল জাদেজার ব‍্যাট, শেন ওয়ার্নকে বিশেষ শ্রদ্ধা জাড্ডুর

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version