Thursday, August 21, 2025

বারণসীতে মমতার ক্ষতি করতে চেয়েছিল: বিজেপি বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ সপা-র

Date:

একুশের নির্বাচনে রাজ্যে ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে উত্তরপ্রদেশে প্রার্থী না দিয়ে সমাজবাদী পার্টিকে (SP) সমর্থনের সিদ্ধান্ত নেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমর্থনে সভা করতে বারাণসীতে তিনি যাওয়ায় ভয়ে পেয়ে যায় বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয় ঘিরে ধরে দুবার বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। এই বিক্ষোভের অর্থ ছিল তৃণমূল নেত্রীর ক্ষতি করা। এই অভিযোগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ করল সমাজবাদি পার্টি। সপার (SP) সহ-সভাপতি কিরণ্ময় নন্দের অভিযোগ, তৃণমূল সুপ্রিমোর ক্ষতি করতে চেয়েছিলেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্র বারাণসীতে মমতার সফরসূচির কথা উত্তরপ্রদেশের রাজ্য প্রশাসনকে জানানো হয়। তারপরেও প্রশাসনের তরফে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।

 

আরও পড়ুন-জঙ্গিদের আর্থিক মদতের অভিযোগে ফের FATF-এর ‘ধূসর তালিকা’ভুক্ত পাকিস্তান

বারাণসীতে পৌঁছতেই মমতার (Mamata Banerjee) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘাট থেকে আরতি দেখের ফেরার পথেও ফের মমতার কনভয় ঘিরে ধরে বিজেপির নেতা-কর্মীরা। প্রচার মঞ্চ থেকে বিষয়টি নিয়ে সরব হন মমতা। এরপর শনিবার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল সপা (SP)। লেখা হয়, বিজেপি কর্মীরা লাঠি-সহ একাধিক অস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ধরে। গাড়িতে লাঠি দিয়ে মারাও হয়। মমতা বিরোধী স্লোগান দেওয়া হয়। তৃণমূল সুপ্রিমোর ক্ষতি করার উদ্দেশ্যেই তাঁকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়।

একজন জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে, তাতে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতাই প্রমাণিত হয়। বিধানসভা নির্বাচনের সময় এই ঘটনা ঘটায় কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কিরন্ময় নন্দ।

 

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version