Thursday, August 21, 2025

শুক্রবার যেখানে শেষ করেছিল, শনিবার যেন সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া ( India Team)। সৌজন্যে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ঝড়ো ইনিংস। তাঁর ১৭৫ রানে অপরাজিত ইনিংসের কারণে ভারতের রান দাঁড়ায় ৫৭৪ রান। এরপরই ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দিনের শেষে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের ম‍্যাচের ফলাফল ঠিক এরকম, ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ১০৮। ৪৬৬ রানে এগিয়ে রোহিত শর্মার দল।

ম‍্যাচে এদিন শুরু থেকে দাঁপট দেখান জাড্ডু। ১৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৬১ রান করেন রবীচন্দ্রন অশ্বিন। ২০ রানে অপরাজিত মহম্মদ শামি। ম‍্যাচে এদিন পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের হয়ে তিনটি শতরানের জুটি হল প্রথম ইনিংসে। এই রেকর্ডও ভারতের হয়ে প্রথম বার হয়েছে। তিনটি জুটিতেই ছিলেন জাদেজা। প্রথমটি ছিল পন্থ ও জাদেজার মধ্যে। তাঁরা মিলে ১০৪ রান করেন। তার পরের উইকেটেই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে মিলে ১৩০ রান যোগ করেন জাড্ডুর। মহম্মদ শামির সঙ্গে নবম উইকেটে ১০৩ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫৭৪ রানে ডিক্লেয়ার দিয়ে দেয় ভারত।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র ২৮ রানে আউট হন কুরুনারত্ন। ১৭ রান থিরিমানে। লঙ্কানদের হয়ে ক্রিজে রয়েছেন পাথুম নিসাঙ্কা এবং আসালাঙ্কা। ভারতের হয়ে দুটি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।

এদিকে ম‍্যাচে এদিন শততম টেস্টে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে গার্ড অব অনার দিলেন রোহিত শর্মারা। ভারত ফিল্ডিং করতে নামার সময় কোহলিকে সম্মান জানান ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুন:Jadeja: মোহালিতে ঝলসে উঠল জাদেজার ব‍্যাট, শেন ওয়ার্নকে বিশেষ শ্রদ্ধা জাড্ডুর

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version