Thursday, January 29, 2026

বারণসীতে মমতার ক্ষতি করতে চেয়েছিল: বিজেপি বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ সপা-র

Date:

Share post:

একুশের নির্বাচনে রাজ্যে ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে উত্তরপ্রদেশে প্রার্থী না দিয়ে সমাজবাদী পার্টিকে (SP) সমর্থনের সিদ্ধান্ত নেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমর্থনে সভা করতে বারাণসীতে তিনি যাওয়ায় ভয়ে পেয়ে যায় বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয় ঘিরে ধরে দুবার বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। এই বিক্ষোভের অর্থ ছিল তৃণমূল নেত্রীর ক্ষতি করা। এই অভিযোগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ করল সমাজবাদি পার্টি। সপার (SP) সহ-সভাপতি কিরণ্ময় নন্দের অভিযোগ, তৃণমূল সুপ্রিমোর ক্ষতি করতে চেয়েছিলেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্র বারাণসীতে মমতার সফরসূচির কথা উত্তরপ্রদেশের রাজ্য প্রশাসনকে জানানো হয়। তারপরেও প্রশাসনের তরফে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।

 

আরও পড়ুন-জঙ্গিদের আর্থিক মদতের অভিযোগে ফের FATF-এর ‘ধূসর তালিকা’ভুক্ত পাকিস্তান

বারাণসীতে পৌঁছতেই মমতার (Mamata Banerjee) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘাট থেকে আরতি দেখের ফেরার পথেও ফের মমতার কনভয় ঘিরে ধরে বিজেপির নেতা-কর্মীরা। প্রচার মঞ্চ থেকে বিষয়টি নিয়ে সরব হন মমতা। এরপর শনিবার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল সপা (SP)। লেখা হয়, বিজেপি কর্মীরা লাঠি-সহ একাধিক অস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ধরে। গাড়িতে লাঠি দিয়ে মারাও হয়। মমতা বিরোধী স্লোগান দেওয়া হয়। তৃণমূল সুপ্রিমোর ক্ষতি করার উদ্দেশ্যেই তাঁকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়।

একজন জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে, তাতে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতাই প্রমাণিত হয়। বিধানসভা নির্বাচনের সময় এই ঘটনা ঘটায় কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কিরন্ময় নন্দ।

 

spot_img

Related articles

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...