শনিবার ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ (weather) । দৃশ্যমানতাও ছিল খুবই কম । তবে এই আবহাওয়াকে আপাতভাবে মেঘলা মনে হলেও মেঘ নয়। তাই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন এই আবহাওয়াই থাকবে ।

কলকাতা -সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্তত আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
তবে ভোরের দিকে আবহাওয়া মনোরম হলেও বেলা বাড়তেই গরম বাড়বে । সূর্যোদয়ের বেশ কয়েক ঘন্টা পর থেকেই অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে । শনিবার কলকাতার তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১° সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, দিনে বা রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। যেমন আছে তেমনই চলবে।
