Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। সম্প্রতি থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বাংলোতে থাকছিলেন তিনি।

২) শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। টুইট করে শোক প্রকাশ সচিন, বিরাট, শোয়েব আখতারের। কিছুইতে বিশ্বাস হচ্ছে না তুমি নেই, লেখেন সচিন তেন্ডুলকর।

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ঋষভ পন্থের, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭। শততম টেস্ট ম‍্যাচে অনন্য নজির বিরাট কোহলির। ষষ্ঠ ভারতীয় হিসেবে আট হাজার রানের রেকর্ড গড়েন তিনি।

৪) চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির  দ্বিতীয় দিনেও দাপট বজায় রাখল বাংলা। প্রথম ইনিংসে ৪৩৭ রান তোলার পর চণ্ডীগড়কে বল হাতেও চাপে ফেলে দিল অভিমন‍্যু ইশ্বরনের দল। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান চণ্ডীগড়ের। ৩০৪ রান পিছিয়ে তারা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং সায়ন মণ্ডলের।

৫) শনিবার আইএসএলের শেষ ম‍্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল  । প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি । এই মুহুর্তে ১৯ ম‍্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্ট বয় লাল-হলুদ ব্রিগেড। শেষ ম‍্যাচ জিতে লিগ শেষ করতে মরিয়া মারিও রিভেরার দল।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleRussia-eucraine : কিভে ফের রুশ হামলা, মৃত ২ শিশুসহ আটজন, ক্ষুব্ধ জি-৭ গোষ্ঠী
Next articleWeather-kolkata : কুয়াশাচ্ছন্ন ভোরের আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই