Friday, November 28, 2025

CPIM: কলকাতা জেলা সম্মেলনের শেষ দিনে বিস্ফোরক স্বীকারোক্তি, কী বললেন সূর্যকান্ত!

Date:

Share post:

শেষ হল সিপিআইএম-এর (CPIM) কলকাতা জেলা সম্মেলন। প্রতিদিনই কিছু না কিছু চমক ছিল। তবে, শেষ দিনে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। সূত্রের খবর, তিনি স্পষ্ট জানান তৃণমূল-বিজেপির (TMC-BJP) মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে দল।

রাজ্য সম্মেলনের প্রথমদিন থেকেই জোট নিয়ে প্রতিনিধিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য নেতৃত্বকে। জোটের বর্তমান ও ভবিষ্যত নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, সওয়াল করা হয় দলের একা চলার পক্ষে। এই পরিস্থিতিতে শনিবার, রাজ্য সম্পাদক স্বীকার করেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যেভাবে প্রচার হওয়ার দরকার ছিল তা করা হয়নি। এই প্রথম বাংলার কোনও নির্বাচনে ধর্মীয় মেরুকরণ হয় বলেও মন্তব্য করেন সূর্যকান্ত। কিন্তু সেই জায়গায় আঘাত করে বিজেপি বিরুদ্ধে প্রচারে ঝাঁঝ বাড়াতে পারেনি সিপিআইএম। তৃণমূলকে তো রোখাই যায়নি। বিজেপিকেও আটকাতে পারেনি দল। এই ব্যর্থতা স্বীকার করেন সূর্যকান্ত মিশ্র।

একই সঙ্গে সংযুক্ত মোর্চা নিয়ে সূর্যকান্তের মত, এটি চূড়ান্ত অসফল। মানুষের কাছে ওই জোট কোনও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। ভবিষ্যতে জোট হলে অবশ্যই নীচুতলার নেতৃত্বের মতামত নিয়েই করা হবে বলে আশ্বাস দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক।

কলকাতা জেলার সম্পাদক হিসেবে থাকছেন কল্লোল মজুমদার। তবে, বয়সের কারণে সরে যাচ্ছেন বিমান বসু-সহ অন্যান্যরা। বয়স নিয়ে কোনও নমনীয়তা দেখানো হবে না বলে জানান সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি মোট ৬৫ জনের কমিটি গঠিত হয়; যার মধ্যে ১৩ জন নতুন। বেশ কয়েকজন রেড ভলান্টিয়ারকেও নতুন কমিটিতে আনা হয়।

আরও পড়ুন:Assembly: বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণের সরাসরি সম্প্রচার চান রাজ্যপাল, সিদ্ধান্ত সোমবার: মন্তব্য অধ্যক্ষর

 

spot_img

Related articles

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...