Tuesday, May 20, 2025

BJP Meeting: বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

Date:

চিন্তন বৈঠকে সরব হওয়ার পরে, এবার বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)। রাজ্যে নেতৃত্বের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সরব লকেট। চিন্তন বৈঠকে সেই ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পরপর পুরসভায় বিজেপির ভরাডুবির জন্য সন্ত্রাসকে অজুহাত না করে ‘আত্মসমালোচনা’ ও ‘আত্মবিশ্লেষণে’র পক্ষে সওয়াল করেন লকেট। এরপরই তাঁর বিরুদ্ধে মুখ খোলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তার জবাব দেন লকেটও। তবে সেই ঘটনার ২৪ঘণ্টার মধ্যেই বিজেপি নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তেওয়ারি, সমীরণ পালের সঙ্গে বৈঠক করছেন বিজেপি সাংসদ।

কিছুদিন আগেই দলের বিরুদ্ধে সরব হয়ে সায়মিক বরখাস্ত হয়েছেন দুই বিজেপি নেতা। এর আগে সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গেরুয়া-পিকনিকের ছবি ধরা পড়ে। সেখানে উপস্থিত ছিলেন এই নেতারাই। তবে, এদিনের বৈঠকে শান্তনুর উপস্থিত থাকার কথা শোনা যায়নি। বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষুদ্ধের নিয়ে লকেটের বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিল।

বৈঠকের বিষয়ে লকেট চট্টোপাধ্যায় জানান, “এটা কোনও পরিকল্পিত বৈঠক নয়। তাঁদের একটি সামজিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। যাঁদের সঙ্গে কথা বলেছেন তাঁরা সবাই বিজেপি–র নেতা। কেউ সাময়িক বরখাস্ত হলেও, বহিষ্কৃত নন। তাঁদের সঙ্গে কথা বলতেই পারি। আর আমাদের মধ্যে কথা হলে তো আর খেলা-বিনোদন নিয়ে কথা হবে না। রাজনীতির মানুষ,রাজনীতি নিয়ে কথা হয়েছে। দল নিয়ে কথা হয়েছে। এটাই তো স্বাভাবিক। এ নিয়ে জল্পনার তো কোনও অবকাশ নেই।“

এই বিষয় নিয়ে বিজেপি নেতা তথাগত রায় বলেন, দলেরব ভিতরে কথা বলে কোনও লাভ নেই। তিনিও বহুবার বলেছেন। তবে, যে কামিনী-কাঞ্চনের অভিযোগ তিনি করেছিলেন তার কোনও সমাধান হয়নি। লকেটও দলের মধ্যে সরব হয়েছেন। এদিনের বৈঠক খুবই স্বাভাবিক প্রক্রিয়া।

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...
Exit mobile version