Monday, May 19, 2025

Rohit Sharma: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচে জয়ের পর কী বার্তা দিলেন রোহিত?

Date:

মোহালিতে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍‍্যাচে জয় পেয়েছে ভারতীয় দল (India)। অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) প্রথম টেস্ট নেতৃত্বের অভিষেক ম‍্যাচ ছিল এটি। প্রথমটিতেই বাজিমাত হিটম‍্যানের। তাইতো লঙ্কানদের বিরুদ্ধে জয় পেয়েই খুশি রোহিত। তবে এখনও অনেক চ‍্যালেঞ্জ বাকি আছে বলে মনে করছেন তিনি।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” দল জয় পেয়েছে। কিন্তু এখনও অনেক চ‍্যালেঞ্জ বাকি। শক্তিশালী বেঞ্চ তৈরি করতে হলে এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করতে হবে। ভারতীয় দল তা হলে ভবিষ্যতে ভাল ক্রিকেটারদের হাতে থাকবে। অধিনায়ক হিসেবে এটা আমার প্রধান চ্যালেঞ্জ এবং দায়িত্ব। শক্তিশালী বেঞ্চ তৈরির দায়িত্বটা নিজেই নিচ্ছি কারণ বেশ কিছু পরিকল্পনা রয়েছে। ম্যাচ জেতার থেকেও এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। যারা প্রথম একাদশের বাইরে রয়েছে তাদের ব্যবহার করা বা তাদের মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ।”

এরপাশাপাশি রোহিত আরও বলেন,” ওরা যখন সুযোগ পাবে তখন ওদের পরিস্কার থাকা উচিত যে কী চাওয়া হচ্ছে। কী অর্জন করতে হবে ওদের। সেটাই আমাদের ফলাফলের উপর প্রভাব ফেলবে। আমরা জিতব না হারব নির্ভর করবে ওদের অবদানের উপরই।”

আরও পড়ুন:Ravindra Jadeja: দলের হয়ে সেরা পারফরম্যান্স দিতে পেরে উচ্ছসিত জাড্ডু

 

Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...
Exit mobile version