Sunday, May 11, 2025

Russia-Eucraine : ১২ দিনে তৃতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, ‘গুরুত্বহীন’ বললেন জেলেনস্কি

Date:

ফের যুদ্ধবিরতি । সোমবার দুপুর ১২.৩০ থেকে শুরু হবে যুদ্ধবিরতি। ১২ দিনে এ নিয়ে তৃতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। জানা গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড়েঁর বিশেষ অনুরোধেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সময় বেলা ১২.৩০ টা থেকে খারকিভ, মারিউপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। যুদ্ধ বিরতির সময় হিউম্যান করিডোর অর্থাৎ মানবিক পথ তৈরি করে যুদ্ধবন্দিদের, বিদেশিদের , শিশু -মহিলা -বৃদ্ধদের , অসুস্থদের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করা হবে।

গতকাল অর্থাৎ রবিবারও কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক মহলের মতে এভাবে একদিন করে করে ইউক্রেনের বিভিন্ন শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন নিরীহ নাগরিকদের ইউক্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে চাইছেন।

আন্তর্জাতিক মহলের চাপে পড়ে পুতিন কিছুটা মানবিক হওয়ার চেষ্টা করছেন। সমালোচকরা অন্তত তেমনটাই মনে করছেন। কারণ পুতিন আগেই ঘোষণা করেছেন যে , জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা না দেওয়া পর্যন্ত রাশিয়ার আক্রমণ চলবেই । আর সেই সঙ্গেই রোজই কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি। অর্থাৎ সমালোচকরা মনে করছেন পুতিন এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে তার বিদ্রোহ ইউক্রেনের প্রেসিডেন্ট -এর বিরুদ্ধে নিরীহ-নিরাপরাধ ইউক্রেন বাসীর বিরুদ্ধে নয়।

 

 

যদিও ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধবিরতি ঘোষণাকে আমল দিতে চাইছে না । ইউক্রেনের মতে, এ সবই রাশিয়ার ‘নাটক’। কারণ এর আগেও যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া । আর তারপরেই দ্বিগুণ শক্তি নিয়ে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছে রুশ সেনা। নিরন্তর হত্যালীলা -ধ্বংসলীলা চালাচ্ছে ইউক্রেনের একের পর এক শহরে। রুশ সেনাবাহিনীর তাণ্ডব থেকে বাদ যাচ্ছেন না শিশু এবং মহিলারাও । ইউক্রেনের প্রেসিডেন্ট -এর মতে রাশিয়ার এই যুদ্ধবিরতি অভিনয় । এর কোনো গুরুত্বই নেই ।

সোমবার দিন সকালেই খারকিভ -এ অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পরমাণু চুল্লিতে গোলাবর্ষণ করেছে রাশিয়া । এখনো সেখানে আক্রমণ চলছে । তাহলে কীসের যুদ্ধবিরতি ? এই যুদ্ধবিরতি মূল্যহীন । দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের।

 

Related articles

জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা! আহত কর্তব্যরত সেন্ট্রি  

সংঘর্ষ বিরতি লঙ্ঘনের (Ceasefire Violation)মাঝেই শনিবার রাতে জঙ্গি আক্রমণের কায়দায় জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা। ভারতীয় সেনার...

বাংলাদেশে আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ, ঘোষণা ইউনুস সরকারের

বাংলাদেশে বড় সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী ইউনুস সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিচার প্রক্রিয়া...

কর্নেল সোফিয়া কুরেশির যমজ বোনকে চেনেন? জানুন বিস্তারিত…

যখন গোটা দেশ কর্নেল সোফিয়া কুরেশির সাংবাদিক সম্মেলন দেখে দেশপ্রেমে ভাসছে, তখন আরেক প্রান্তে আনন্দে কাঁদছেন তাঁর যমজ...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান...
Exit mobile version