Saturday, August 23, 2025

ইউক্রেনে ব্যাপক বোমা বর্ষণ রাশিয়ার, সুমি থেকে উদ্ধার ৬৯৪ ভারতীয়

Date:

সময় যত গড়াচ্ছে রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine) যুদ্ধ পরিস্থিতি ততই ভয়াবহ আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের সুমিতে আটকে রয়েছেন প্রায় ৭০০ জন পড়ুয়া। তাদের যে কোনও প্রকারে উদ্ধার করতে সচেষ্ট ভারত সরকার(Indian Govt)। এরইমাঝে খবর সুমির আবাসিক এলাকায় ৫০০ কেজির বোমা(Bomb) ফেলেছে রাশিয়া। ইউক্রেনের এমন দাবিতে স্বাভাবিক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, রাশিয়ার এই বোমার হামলায় মৃত্যু হয়েছে ১৮ জনের, যাদের মধ্যে রয়েছে ২ জন শিশুও। যদিও ভারতীয় পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি ভারত সরকারের তরফে দাবি করা হয়েছে, সুমিতে(Sumi) আটকে থাকা ৬৯৪ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে রয়েছে রাশিয়ার সীমান্ত। বর্তমানে যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই এলাকা। তবে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, এদিন ইউক্রেনের সুমি শহরে আটকে থাকা ৬৯৪ জন ভারতীয় সুস্থভাবে সুমি ছেড়ে বেরিয়ে এসেছেন। প্রসঙ্গত, এদিন নিরীহ মানুষদের ইউক্রেন থেকে বের করে আনতে সংঘর্ষ বিরতিতে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন দুই দেশ। তাঁর আগে দিল্লিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস টুইট করে জানায়, সুমিতে আটকে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষিতভাবে উদ্ধার করতে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সেফ করিডরের জন্য সংঘর্ষ বিরতি থাকবে। সেই মতো ভারতীয়দের সুমি ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। ব্যবস্থা করা হয় বাসের। অবশেষে সন্ধ্যে নাগাদ সরকারের তরফে জানানো হল সুমিতে থাকা ভারতীয় পড়ুয়ারা ওই শহর ছেড়ে বেরিয়ে এসেছেন। যা নিশ্চিতভাবেই ভারত সরকারের জন্য স্বস্তিদায়ক।

 

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version