Icc: আইসিসি একদিনের ব‍্যাটারদের তালিকায় পতন মিতালি রাজের

আইসিসি একদিনের ক্রিকেটে বোলারদের র‍্যাঙ্কিং-এ চতুর্থ স্থানে রয়েছেন ঝুলন গোস্বামী। অলরাউন্ডারদের মধ‍্যে ষষ্ঠ স্থানে দিপ্তী শর্মা।

আইসিসি (Icc) মহিলা বিশ্বকাপে (Women World cup) প্রথম ম‍্যাচে পাকিস্তানের ( Pakistan) বিরুদ্ধে জয় পেলেও, আইসিসি একদিনের ব‍্যাটারদের তালিকায় পতন হল ভারত অধিনায়ক মিতালি রাজের ( Mithali Raj)। মঙ্গলবার আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের যে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে চতুর্থ স্থানে নেমে গিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ব‍্যাটে রান না পাওয়ায়  তালিকায় পতন হয়েছে তাঁর।

আইসিসি একদিনের ব‍্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অ‍্যালিসা হেইলি। ৭৪২ পয়েন্ট তাঁর। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৮৬ রান করেন। দশম স্থানে রয়েছেন স্মৃতি মান্ধনা।

আইসিসি একদিনের ক্রিকেটে বোলারদের র‍্যাঙ্কিং-এ চতুর্থ স্থানে রয়েছেন ঝুলন গোস্বামী। অলরাউন্ডারদের মধ‍্যে ষষ্ঠ স্থানে দিপ্তী শর্মা।

আরও পড়ুন:Kapil Dev: এবার কপিল দেবের থেকে বড় প্রশংসা পেলেন অশ্বিন

 

Previous articleInternational Flight: দেশে করোনার সংক্রমণ কমতেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা
Next articleতিলোত্তমায় রঙের খেলা, বাউল গানের সঙ্গে বসন্ত উৎসব এবার কলকাতা ময়দানেই