মোদির ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নপূরণ সম্ভব নয় : সুব্রহ্মণ্যম স্বামী

অনন্ত গুছাইত, নয়াদিল্লি,  বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী আবার একবার কেন্দ্রীয় সরকারের অর্থনীতি নিয়ে প্রশ্ন তুললেন । তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন পূরণ করা আরও কঠিন। তথ্য উল্লেখ করে তিনি প্রশ্ন করেছেন, কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে হস্তক্ষেপ করছে না। থিঙ্ক এডু কনক্লেভ ২০২২-এর দশম সংস্করণ চলাকালীন নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একান্ত আলাপচারিতায় একথা বলেন তিনি। তিনি বলেন, “আমাদের জিডিপি এক সপ্তাহে ৩ ট্রিলিয়ন ডলার থেকে ২.৯ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে। মার্কিন ডলারের দাম ৭৫ থেকে ৭৭ টাকা হয়েছে। ডলারের মূল্য ৮০ টাকায় পৌঁছলে, জিডিপিও ২.৮ ট্রিলিয়ন ডলারে যাবে। এমন পরিস্থিতিতে আমাদের ৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন। আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও  দাঁড়িয়েছে ৬৪০ বিলিয়ন ডলারে । তিনি বলেন, এমন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ করা উচিত। কিন্তু তারা নজর দিচ্ছে না।” এর আগে, বিভিন্ন ইস্যুতে নিজের সরকারকে কটাক্ষ, সমালোচনা করা বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী আরও একবার প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন। সুব্রহ্মণ্যম স্বামী কয়েকদিন আগে টুইট করেছিলেন যে মোদি সরকার অর্থনীতি এবং বিদেশ নীতিতে ব্যর্থ । একই সঙ্গে বলেন, তিনি সরকারকে সাহায্য করতে প্রস্তুত।  কিন্তু অহংকার এক্ষেত্রে বড় বাধা। কয়েক মাস আগে, স্বামী টুইট করে মোদি সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করেছিলেন। এতে তিনি লিখেছিলেন, “মোদি সরকারের রিপোর্ট কার্ড – অর্থনীতিতে ব্যর্থ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ, আফগানিস্তানে বিদেশনীতিতে ব্যর্থ, জাতীয় নিরাপত্তা নিয়ে পেগাসাস মামলা, কাশ্মীরে অভ্যন্তরীণ নিরাপত্তায় হতাশা, এই সবের জন্য দায়ী কে?”

Previous articlemadhyamik-highcourt : মাধ্যমিক চলাকালীন কায়েকটি নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ কেন, জনস্বার্থ মামলা হাইকোর্টে
Next articleWest Bengal: ১০০ দিনের কাজে শ্রমদিবস সৃষ্টির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে বাংলা: পুলক রায়