স্বাস্থ্যই সম্পদ: শিশুদের সচেতনতা বার্তায় আইএসএন, আইএফকেএফ

আট থেকে আশি সকলেরই কিডনি সম্পর্কে সচেতন থাকা জরুরি। শিশুদের কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়ার লক্ষ্যে এ বছর বিশ্ব কিডনি দিবস (World Kidney Day) উপলক্ষ্যে কলকাতার শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট – এর পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগ ‘প্রয়াস’ নামে একটি মাসব্যাপী উদ্যোগ নিয়েছে। প্রথমে কলকাতার স্কুলের শিশুদের জন্য জেনারেল হেলথ স্ক্রীনিং প্রোগ্রামের মাধ্যমে এবং তারপর কলকাতায় বসবাসকারী পথশিশুদের জন্য স্ক্রীনিং প্রোগ্রাম পরিচালিত হয়েছিল।

আরও পড়ুন-ভোটের ফল বেরোতেই মূল্যবৃদ্ধির ইঙ্গিত মোদির, বললেন যুদ্ধের জেরে বাড়ছে দাম

বিশ্ব কিডনি দিবস হল একটি বিশ্বব্যাপী প্রচারাভিযান, যা প্রতিবছর মার্চ মাসে বিশ্বব্যাপী কিডনি স্বাস্থ্য গুরুত্ব এবং এতে আক্রান্ত বিভিন্ন রোগের সম্পর্কে সচেতন বাড়াতে হয়। ইন্টার্নেশনাল সোসাইটি অফ নেফ্রলজি এবং ইন্টার্নেশনাল ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড কিডনি দিবস (World Kidney Day) উদযাপন ২০০৬ এ শুরু হয়েছিল এবং তখন থেকে এটির আরও প্রসার ঘটেছে। কিডনি সংক্রান্ত সমস্যাকে ছোট থেকে গুরুত্ব না দেবার ফলে দেখা যাচ্ছে রোগ বড় আকার ধারন করছে। অতএব বাবা-মাকে সচেতন হতে হবে আরও। এই সচেতনতা বার্তা ছড়িয়ে দেবার জন্যই এই সংস্থা উদ্যোগ নিয়েছে। সংস্থার বিশেষজ্ঞদের দাবি,” দুটির মধ্যে একটি কিডনি দান করলে জীবনের আয়ু কমে যায়না”। আর এই সচেতনতার বার্তাই সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে সাধারণ মানুষকেই।




 

Previous articleভোটের ফল বেরোতেই মূল্যবৃদ্ধির ইঙ্গিত মোদির, বললেন যুদ্ধের জেরে বাড়ছে দাম
Next articleবিজেপির দখলেই মণিপুর, কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন জয়ী এন. বীরেন সিংয়ের