জার্মান ওপেনের ( German Open) দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন পিভি সিন্ধু (Pv Sindhu)। বৃহস্পতিবার চিনের প্রতিযোগী ঝ্যাং-ই-ম্যানের কাছে হারেন অলিম্পিক্সে পদক জয়ী শাটলার। ম্যাচের ফলাফল ২১-১৪, ১৫-২১, ২১-১৪। ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান ঝ্যাং-ই-ম্যান। প্রথম গেম পকেটে পোড়েন তিনি। তবে দ্বিতীয় গেমে ফিরে আসেন সিন্ধু। তৃতীয় গেমে আবারও ম্যাচে ফিরে আসেন ঝ্যাং-ই-ম্যান। প্রতিযোগিতার সপ্তম বাছাই সিন্ধুকে হারাতে ৫৫ মিনিট সময় নেন ঝ্যাং।

এদিকে সিন্ধু না পারলেও, জার্মান ওপেনে পুরুষদের শেষ আটে পৌঁছে গেলেন কিদম্বি শ্রীকান্ত। প্রতিযোগিতার অষ্টম বাছাই শ্রীকান্ত হারালেন চিনের লু গুয়াং জু-কে। ম্যাচের ফলাফল ২১-১৬, ২১-২৩, ২১-১৮।
আরও পড়ুন:Lovlina Borgohain: বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করলেন লভলিনা
