Thursday, August 28, 2025

কংগ্রেসের ভোট ভরাডুবির জন্য এবার রাহুলকে কটাক্ষ ক্যাপ্টেনের

Date:

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যে কংগ্রেসের ব্যাপক ভরাডুবি। রাজ্য দখল তো দূরের কথা, নিজেদের হাতে থাকা পাঞ্জাবও হাতছাড়া হয়েছে। আবার শুধু হারাই নয়, বিপর্যয় এতটাই যে, সম্মানজনক বিরোধীদের জায়গাতেও নেই তারা। চার রাজ্যের দখল নিয়েছে বিজেপি। আর পাঞ্জাবে নিজেদের ভালো জমিতেও আম আদমি পার্টির কাছে ধরাশয়ী হয়েছে কংগ্রেস। আর কংগ্রেসের এমন ভরাডুবির জন্য এবার সরাসরি রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

গতকাল, বৃহস্পতিবার চার রাজ্যে গোহারের পর রাহুল গান্ধী টুইটারে লেখেন, এই হার থেকে ভবিষ্যতে শিক্ষা নেবে কংগ্রেস। আর রাহুলের এমন টুইটকেই কটাক্ষ করেন অমরিন্দর সিং। পাল্টা এক টুইটারে অমরিন্দর রাহুলের নাম না করে লেখেন, “কংগ্রেস নেতৃত্ব কখনওই শিখবে না। উত্তরপ্রদেশে কংগ্রেসের হারের জন্য কে দায়ী?‌ মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডেই বা কে দায়ী?‌ জবাবটা স্পষ্ট অক্ষরে লেখা, কিন্তু আমি জানি, সব সময়ের মতো এবারও উত্তরটা ওঁরা পড়বেন না।”

উল্লেখ্য, পাঞ্জাবে হারের জন্য অমরিন্দরের ওপরই দোষ চাপিয়ে দায় এড়িয়েছে কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কংগ্রেসের হারের জন্য অমরিন্দর সিংয়ের গত সাড়ে চার বছরের শাসনকালকেই দায়ী করে বলেছেন, “পাঞ্জাবে ভূমিপুত্র চরণজিৎ সিং চান্নির মাধ্যমে নতুন নেতৃত্ব তুলে ধরতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু অমরিন্দর সিং সাড়ে চার বছর পাঞ্জাবে ক্ষমতায় থাকার সময় যে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া তৈরি হয়েছে, তা আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই মানুষ পরিবর্তন চেয়ে আপকে ভোট দিয়েছে। অমরিন্দর দু’‌বারের মুখ্যমন্ত্রী হয়েও হেরেছেন। এর থেকেই বোঝা যায় পাঞ্জাবে প্রতিষ্ঠান–বিরোধী হাওয়া কতটা জোরালো।” যদিও কংগ্রেসের এই যুক্তিকে উড়িয়ে দিয়ে রাহুল গান্ধীদের অযোগ্য নেতৃত্বকেই কটাক্ষ করেছেন ক্যাপ্টেন।

আরও পড়ুন- Indian Railways: পুরনো ছন্দে ভারতীয় রেল, আগের মতোই মিলবে পরিষেবা

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version