Monday, August 25, 2025

ইপিএফে সুদের হার কমে ৮.১ শতাংশ, মোদি সরকারের সিদ্ধান্তে মধ্যবিত্তের মাথায় হাত

Date:

৫ রাজ্যে ভোটপর্ব মিটতেই ফের স্বমহিমায় ফিরে এল কেন্দ্রের মোদি সরকার। সল্প সঞ্চয়ে সুদের হার দফায় দফায় কমানোর পর এবার ইপিএফের সুদের হার ৪৪ বছরে সর্বনিম্ন কমালো সরকার। ২০২০-২১ অর্থবর্ষে কমতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এর সুদের পরিমাণ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ৮.৫ শতাংশ থেকে কমে সুদের পরিমাণ হতে চলেছে ৮.১ শতাংশ। বলার অপেক্ষা রাখে না কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ফের মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ পড়তে চলেছে। শীঘ্রই এই বিষয়ে অর্থমন্ত্রকের কাছে প্রস্তাব দিতে চলেছে ইপিএফ কমিটি।

প্রসঙ্গত, মোদি সরকারের দেশজুড়ে ব্যাপক মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জেরে নাজেহাল দেশবাসী। সাম্প্রতিক ৫ রাজ্যে নির্বাচনের পর ৪ রাজ্যে বিজেপি জয়লাভ করার পর বিজয় ভাষণে নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন যুদ্ধের জেরে দেশে ফের মূল্যবৃদ্ধির সম্ভাবনার কথা। অনুমান করা হচ্ছে শীঘ্রই দেশের বাজারে পেট্রল-ডিজেলের দাম ব্যাপকভাবে বাড়বে। এরইমাঝে ইপিএফে সুদের হাত এতখানি কমে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে দেশের সাধারণ জনগণ।

আরও পড়ুন:Corona update: করোনা নিয়ে চিন্তা কমছে দেশে, দৈনিক মৃত্যু ১০০এর নিচে

এদিকে কেন্দ্রের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করা হয়েছে তৃণমূলের তরফে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ অত্যন্ত সমস্যায় পড়তে চলেছেন। আসলে ৪ রাজ্যে জয়ের উপহার দিল বিজেপি। ওরা জিতলে ওদের জয়ের উৎসবটাও সাধারণ মানুষের জন্য কতখানি বিপদজনক হয়ে উঠতে পারে এটা তারই প্রমাণ। জয়ের ভাষণ প্রধানমন্ত্রী বললেন যুদ্ধ চলছে বলে মূল্যবৃদ্ধি। তবে যুদ্ধের আগে থেকেই পেট্রোল-ডিজেলের দাম, গ্যাসের দাম, ওষুদের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবকিছুর দাম বাড়িয়েছে মোদি সরকার। এই বিজেপি দেশের পক্ষে বিপদজনক, একে পর্যুদস্ত করতে হবে এদের জনবিরোধী নীতিগুলি থামানোর জন্য।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version