বেলেঘাটার আইনজীবীর বাড়িতে ডাকাতির রহস্যভেদ, গ্রেফতার মহিলার স্বামী!

প্রতীকী ছবি

বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনার রহস্যভেদ করল পুলিশ। মহিলা আইনজীবীর বাড়িতে হামলার পরিকল্পনা করেছিলেন তাঁর স্বামীই! বেলেঘাটায় ডাকাতিকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

গত জানুয়ারি মাসের ২১ তারিখে বেলেঘাটায় ওই মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মহিলা তখন বাড়িতে ছিলেন না। সেই সময় তার পরিবারের সদস্যদের মারধর করে লক্ষাধিক টাকা লুঠ করা হয়। এই ঘটনার তদন্তে নেমে বিহারের বাসিন্দা-সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরার করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।  জানা যায়, বেলেঘাটা আইনজীবী কোয়েল মুখোপাধ্যায়ের বাড়িতে ডাকাতির ঘটনায় মূল চক্রী তাঁর স্বামী শুভাশিস দাশগুপ্তই! পেশায় যিনি আবার আইনজীবী।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে স্ত্রীর সঙ্গে শুভাশিসবাবুর সম্পর্ক ভালো ছিল না। তাঁদের মধ্যে অনেক দিন ধরেই দূরত্ব তৈরি হয়েছিল। স্বামী স্ত্রী আলাদাই থাকতেন, তবে এখনও বিচ্ছেদ হয়নি। প্রতিশোধ নিতেই স্বামী ডাকাত পাঠানো হয়েছিল বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন- Sushil Kumar: জেলের বন্দিদের কুস্তি প্রশিক্ষণ দিচ্ছেন সুশীল

Previous articleSushil Kumar: জেলের বন্দিদের কুস্তি প্রশিক্ষণ দিচ্ছেন সুশীল
Next articleট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ আগুন, আহত একাধিক, ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী