পাঞ্জাব জয় ঐতিহাসিক, শহিদ ভগৎ সিংয়ের গ্রামে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান

(ভগৎ সিংয়ের পৈতৃক ভিটে নওয়ানশাহর জেলার খটকার কালানে অনুষ্ঠিত হবে ভগবন্ত মানের শপথ গ্রহণ অনুষ্ঠান)

 

দিল্লির পর পাঞ্জাব। আরও একটি রাজ্যের শাসন ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। আপের ঝাড়ুর দাপটে পাঞ্জাবে খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস। নিশ্চিহ্ন হয়েছে বিজেপি। পাঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। তিনি পাঞ্জাব জয়ের অন্যতম কারিগর।

আগামী ১৬ মার্চ, বুধবার শপথ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান। এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে থাকছে একাধিক চমক। স্বাধীনতা সংগ্রামী শহিদ ভগৎ সিংয়ের পৈতৃক ভিটে নওয়ানশাহর জেলার খটকার কালানে অনুষ্ঠিত হবে ভগবন্ত মানের শপথ গ্রহণ অনুষ্ঠান।

অন্যদিকে, পাঞ্জাবে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে প্রথমবার সরকার গড়তে যাওয়ার আগেই অরবিন্দ কেজরিওয়ালের বিশ্বস্ত সহযোগী তথা পাঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দীপ্ত কণ্ঠে জানিয়ে দেন, রাজ্যের কোনও সরকারি অফিসে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না।

 

 

 

Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articlejammu-Kashmir : গুলির লড়াইয়ে কাশ্মীরে নিকেশ জয়েশ কমান্ডার সহ ৩ জেহাদি