Thursday, August 28, 2025

Weather Update:দোলের সময় ঠিক কেমন থাকবে আবহাওয়া,পূর্বাভাস দিল হাওয়া অফিস

Date:

আর মাত্র কয়েকটা দিন, তারপরই রঙিন বসন্তে মাতোয়ারা হবে বঙ্গবাসী। কিন্তু কেমন থাকবে আবহাওয়া?গত দুবছরে করোনা মহামারীর কারণে সেভাবে আর দোল(Holi) উৎসবে আনন্দ করতে পারেনি উৎসব প্রিয় বাঙালি। তবে এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Department)। হাওয়া অফিস(Weather Department) বলছে, মেঘমুক্ত আকাশ আর মনোরম পরিবেশ, আগামি বসন্ত উৎসবে ঠিক এরকমই আবহাওয়া পেতে চলেছে বঙ্গবাসী।

Entertainment: বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’যেন ছুঁয়ে গেল দর্শকের বিবেক!

ফাল্গুন পড়তে না পড়তেই বেলা বাড়তে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। ভোরের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে কিন্তু সকাল গড়িয়ে বেলা বাড়তেই চড়চড়িয়ে রোদের তেজ কষ্ট বাড়াচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন দোল পূর্ণিমায় বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কিনা? আলিপুর আবহাওয়া (Alipur Weather Department)দফতর জানিয়েছে,আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বাংলার বুকে। আগামি ৪৮ ঘণ্টা বসন্তের মৃদুমন্দ বাতাস বইবে বঙ্গে (Weather Update)। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ । ভোরের দিকে এবং সন্ধ্যার পর থেকে হালকা শীতের আমেজ থাকবে আগামি কয়েকদিন। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে তবে জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি থাকবে না। অন্যদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির (rain)কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকবে।তবে বেলা বাড়লেই গরমের অনুভুতিও বাড়বে। দুটি ঘূর্ণাবর্তকে কিছুটা হলেও চিন্তা আবহাওয়া দপ্তরের। দক্ষিণ ভারত (South India)সংলগ্ন বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অপরটি রয়েছে রাজস্থানের উপর। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আগামী সপ্তাহের শুরুর দিকে ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে আবার রাষ্ট্রপুঞ্জে পেশ করা আইপিসিসি -এর (IPCC)রিপোর্ট অনুযায়ী বড় ঝড়ের প্রমাদ গুনছে বাংলা। প্রতি মুহূর্তে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এখনই ব্যবস্থা না নিলে বড় বিপদ অপেক্ষা করছে কলকাতা ও রাজ্যের জন্য বলেই রিপোর্টে জানানো হয়েছে।আইপিসিসি -এর রিপোর্ট বলছে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে কলকাতা (Kolkata)এমনকি জলে ডুবে যেতে পারে সুন্দরবনের(Sundarban) একাংশও।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version