Hardik Pandya: ‘আইপিএলে একটা বিষ্ময় হতে চলেছে, চমকের অপেক্ষায় থাকুন’, নিজের বোলিং নিয়ে বললেন হার্দিক

চলতি বছর গুজরাত টাইটান্সের হয়ে নেতৃত্ব দেবেন হার্দিক। অধিনায়কত্ব নিয়ে হার্দিক বলেন, "সাফল্য হবে সতীর্থদের। ব্যর্থতার দায় আমার।

চোটের কারণে দীর্ঘদিন ধরে ভারতীয় দলে ( India Team) জায়গা পাচ্ছেন না হার্দিক পান্ডিয়া ( Hardik Pandya) । তবে চলতি আইপিএলে (IPL) নতুন দল গুজরাত টাইটান্স (Gujarat Taitans) দলে নিয়েছে ভারতীয় এই অলরাউন্ডারকে। শুধু তাই নয়া দলের অধিনায়কও তিনি। তিনি কী এখন পুরোপুরি সুস্থ? তারই উত্তর দিলেন হার্দিক। গুজরাতের জার্সির উদ্বোধনী অনুষ্ঠানে হার্দিক বলেন, চোট মুক্ত হওয়ার পর সম্পূর্ণ নতুন চেহারায় দেখা যাবে।আইপিএলে এটা একটা বিষ্ময় হতে চলেছে। চমকের অপেক্ষায় থাকুন।

এদিন সাংবাদিক সম্মেলনে নিজের বোলিং নিয়ে গুজরাত টাইটান্সের অধিনায়ক বলেন,” আইপিএলে এটা একটা বিষ্ময় হতে চলেছে। চমকের অপেক্ষায় থাকুন।”

চলতি বছর গুজরাত টাইটান্সের হয়ে নেতৃত্ব দেবেন হার্দিক। অধিনায়কত্ব নিয়ে হার্দিক বলেন, “সাফল্য হবে সতীর্থদের। ব্যর্থতার দায় আমার। ক্রিকেটাররা সবাই যাতে স্বচ্ছন্দে থাকতে পারে সে ব্যাপারে অধিনায়ক হিসেবে সাহায্য করতে চাই। সবার প্রতি সৎ থাকব। ভাল সময় আমাদের কাউকেই হয়তো ওদের প্রয়োজন হবে না। কিন্তু এই মরশুম পরীক্ষা নেবে। কঠিন সময় আসবে। সে সময় ওদের পাশে থাকতে চাই।”

 

Previous articlePurulia Murder Update: ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে খুনে আটক নিহতর দাদা ও ভাইপো
Next articleVaccination : শিশুদের টিকাকরন এবং বয়স্কদের বুস্টার ডোজ শুরু হচ্ছে বুধবার থেকে : কেন্দ্র