Thursday, August 21, 2025

আজ নন্দীগ্রাম দিবস: শহিদ গ্রামবাসীদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

আজ অভিশপ্ত ১৪ মার্চ। আজ থেকে ১৪ বছর আগে বাম জমানায় এই দিনেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ১৪ জন জমি আন্দোলনকাকারী নিরপরাধ গ্রামবাসীর প্রাণ গিয়েছিল তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের পুলিশের নির্মম অত্যাচার ও গুলিতে। যে ভয়াবহ স্মৃতি এখনও টাটকা নন্দীগ্রাম তথা এই বাংলার মানুষের মনে।

আরও পড়ুন: দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের, খুন হলেন ঝালদার সদ্যজয়ী কংগ্রেস প্রার্থীও

২০০৭ সাল থেকেই রাজ্য রাজনীতিতে ১৪ মার্চ দিনটি চর্চার কেন্দ্রবিন্দুতে। রাজ্যে দীর্ঘ বাম জমানায় পতনের অন্যতম বড় কারণ হিসেবে ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রাম গণহত্যাকে ধরা হয়। সেই দিনটিকে স্মরণে রেখে সোমবার সকালেই নন্দীগ্রামের শহিদ গ্রামবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রতি বছর ১৪ মার্চকে কৃষক দিবস হিসাবে আমরা স্মরণ করি। নন্দীগ্রামের সেই সাহসী গ্রামবাসীকে আমরা শ্রদ্ধা জানাই। ২০০৭ সালে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল অনেককে। এই দিনে তাঁদের এবং গোটা বিশ্বের কৃষকের প্রতি শ্রদ্ধা।”




পুলিশের গুলিতে জমি আন্দোলনের শহিদদের স্মরণে ২০০৮ সাল থেকেই ১৪ মার্চ দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করে আসছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। যার আয়োজন করে থাকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রতিবছর এই দিনটিতে নন্দীগ্রামে যান কলকাতা থেকে রাজ্যস্তরের নেতানেত্রীরাও। এ বছরও নন্দীগ্রামে তৃণমূলের একাধিক কর্মসূচি রয়েছে। তৃণমূলের তরফে গোকুলনগরের মালপল্লিতে শহিদবেদিতে মাল্যদান করা হবে। পরে গৌরাঙ্গ মূর্তিতে হরিকীর্তনের আয়োজন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আন্দোলনে অংশ নিতে গিয়ে নিহত নন্দীগ্রামবাসীর প্রতি শ্রদ্ধা জানাবেন তৃণমূল সাংসদ দোলা সেন, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ নেতৃত্ব।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version