Saturday, May 17, 2025

বিজিপ্রেসের ২২৩ জন কর্মীর চাকরি যাবে না, অন্যত্র নিয়োগ করা হবে: পার্থ চট্টোপাধ্যায়

Date:

কলকাতার দক্ষিণে তারাতলা সংলগ্ন বিজি প্রেসে কর্মরত একজন কর্মীরও চাকরি যাবে না বলে আশ্বস্ত করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিজি প্রেসের ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানেই এই মুহূর্তে বিজি প্রেসে কর্মরত ২২৩ জন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কর্মীর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় বিজি প্রেসের ২২৩ জন কর্মীর কারও চাকরি যাবে না। যোগ্যতা অনুযায়ী তাঁদের অন্যত্র বদলি ও নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী বিজি প্রেস সহ তৎসংলগ্ন অংশে ক্লিন ও গ্রিন স্মার্ট সিটি তৈরি করবে রাজ্য সরকার৷

দীর্ঘদিন ধরেই ধুঁকতে থাকা বিজি প্রেস অধিগ্রহণ করেছে সরকার। বিজি প্রেস নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বিজি প্রেস আপাতত ওখান থেকে গুটিয়ে নেওয়ায় ২২৩ জন কর্মীর চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়। উদ্বিগ্ন হয়ে পড়েন বিজি প্রেসের কর্মীরা৷ মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় বৈঠকের পর সকলে আশ্বস্ত হন। মন্ত্রী বলেন, ইউনিয়নের সদস্যরা এসেছিলেন। তাঁদের জানিয়েছি, যাই হোক না কেন, ২২৩ জন কর্মীর চিন্তা কারণ নেই। তাঁদের যোগ্যতা অনুযায়ী অন্যত্র কাজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মূল মন্ত্রই হল, সবার হাতে কাজ, সবার পেটে ভাত।

আরও পড়ুন- “এবার শুধু রঙ No Wrong”, নবম বছরে পদার্পণ করল কলকাতা বসন্ত উৎসব

Related articles

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...
Exit mobile version