Thursday, November 13, 2025

Mamata: ইডি-সিবিআই-বিজেপি ভাই ভাই: বিধানসভায় বিরোধীদের তুলোধনা মুখ্যমন্ত্রীর

Date:

মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যেই ফের বিধানসভায় গোলমাল বিজেপি বিধায়কদের। ওয়াক আউট করেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন বিজেপি (BJP) বিধায়করা। “২০২৪-এর আগে পরিকল্পনা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা জীবন দিয়ে বাংলাকে রক্ষা করব। চিমটি দিয়ে লাভ নেই”।

ভোটের ময়দানে হালে পানি না পেয়ে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিরোধীরা। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “ইউপিতে কোনও কোনও জায়গায় আপনারা ৯০ শতাংশ ভোট পেয়েছেন। তাহলে কি ওখানে ছাপ্পা হয়েছে? ৯২টি সিটে হাজারেরও কম ভোট পেয়ে জিতেছে বিজেপি। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। আমরা সহযোগিতা না করলে সেই বৈতরণী পার হতে পারবেন না।“ তিনি বলেন, বিজেপির ফলাফলে ওদেরই অনেকে খুশি নয়। এই সময় শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “পরিকল্পনা করে আমার বলার সময় গন্ডোগোল করবে। ভয়ে পালিয়ে গেল। ভেবেছিল যদি সমবায়, পরিবহন-সহ বাকি যা করেছে বলে দি৷”

আরও পড়ুন:PNB Scam:দু’হাজার কোটি টাকা প্রতারণার শিকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক !

একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টার অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, “আমাদের লোককে এজেন্সির ভয় দেখাচ্ছে। অভিষেককে দিল্লিতে ডাকো, মলয়কে ডাকো, কেষ্টকে ডাকো। ইডি-সিবিআই-বিজেপি ভাই ভাই। মজা চলছে।“ পিএফ (PF)-এর সুদ কমিয়ে দেওয়া-সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী।

বিজেপি সর্বভারতীয় সভাপতির গাড়িতে কালো পতাকা দেখানোর ঘটনাকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “পোস্ট পোল ভায়োলেন্সে সব কমিশনকে নিয়ে এসেছিল। নাড্ডার গাড়ির লেজে কে চিমটি কেটেছিল তাতে ৩৫৫ দিয়েছে। আমি যখন ইউপি গেলাম তখন আমার গাড়িতে ডান্ডা মারল, তখন কিন্তু কিছু করল না।“

নির্বাচন কমিশন না মানলে উচ্চমাধ্যমিক পিছিয়ে দিতে হতে পারে বলে বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। তা দেখে হটকারী সিদ্ধান্ত না নিতে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনবছর আগে পেগাসাস এসেছিল, কিন্তু তিনি নেননি বলে জানান মমতা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version