Tuesday, November 11, 2025

IPL :মুম্বইয়ে হঠাৎ আইপিএলের টিম বাসে হামলা, ভাঙা হল জানলার কাঁচ

Date:

আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই বাণিজ্য নগরীতে বসতে চলেছে আইপিএল (IPL2022)এর আসর। ২৬ মার্চ থেকে খেলা শুরু, তাই ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলই পৌঁছে গেছে মুম্বইতে(Mumbai)। তার মাঝেই হঠাৎ হামলা। মঙ্গলবার মধ্যরাতে আচমকা আইপিএলের(IPL2022)টিম বাসে হামলা। চলে ইটবৃষ্টি, ভাঙা হয় জানলার কাঁচ। অভিযোগের আঙুল উঠছে এক বিশেষ রাজনৈতিক দলের দিকে।

সূত্রের খবর, মুম্বইয়ে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলের বাইরে এই টিমবাসটি রাখা ছিল। অভিযোগ মঙ্গলবার মধ্যরাতে মহারাষ্ট্র (maharastra)নবনির্মাণ সেনা দলের ৬ জন আন্দোলনকারী সেই টিম বাসের সামনের কাঁচে নিজেদের দাবি সম্বলিত পোস্টার (poster) লাগিয়ে দেয়। এমনকি ইট ছুড়ে জানলার কাঁচও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। সঞ্জয় নায়েক (Sanjay Nayek) নামের একজন আন্দোলনকারী জানিয়েছেন যে, তাঁদের দাবি মূলত বাইরে থেকে বাস ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। অথচ স্থানীয়দের কাজের কোনও সুরাহা করা হচ্ছে না। তাঁদের অভিযোগ অনবরত কাজের সুযোগ নষ্ট করা হচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। একই সঙ্গে তিনজন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের দিকে অভিযোগের আঙুল ওঠায় স্বভাবতই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ২৬ মার্চ থেকে এবছরের আইপিএল শুরু হবে তার প্রায় দিন ১০ আগে এমন ঘটনায় প্লেয়ারদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version