Thursday, August 21, 2025

Mamata: মুশকিল আসান: মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যেই পড়ার সুযোগ, আপ্লুত ইউক্রেন ফেরত পড়ুয়ারা

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে প্রাণ হাতে করে ফিরেছেন পড়ুয়ারা। ছিলেন কয়েকজন কর্মরত তরুণও। কিন্তু এবার কী? কোথায় যাবেন তাঁরা? সেই সমস্যার সমাধানে হাত বাড়িয়ে ছিলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, তাঁদের সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করেন তিনি। তাঁদের সব সমস্যার সমাধান করে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারি পড়ুয়াদের রাজ্যে পড়ার বিষয়ে মেডিক্যাল (Medical) কমিশনকে চিঠি দেবে রাজ্য। দ্রুত সেই চিঠি পাঠানোর নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগে আপ্লুত পড়ুয়ারা। তাঁরা জানান, বাংলাই প্রথম রাজ্য যারা ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করে ফেরানোর বিষয়ে তৎপর হয়।

একনজরে কী কী সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী:

• ইউক্রেন ফেরত ডাক্তারি ছাত্রদের রাজ্যে ইন্টার্ন করার সুযোগ দেওয়া হবে।

• চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বছরের পড়ুয়াদের এখানে পড়ার জন্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি।

• যারা প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র, তাঁরা যদি ইউক্রেনেই পড়তে চান তাহলে, তাঁদের অনলাইন লেখাপড়ার ব্যবস্থা করা যেতে পারে। প্র্যাকটিকাল ক্লাস রাজ্যেই করতে পারবেন পড়ুয়ারা।

• দ্বিতীয় ও তৃতীয় বছরের পড়ুয়াদের মেডিক্যাল কমিশন অনুমতি দিলে প্রাইভেট কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে।

• ফার্স্ট ইয়ারে যাঁরা পড়া শুরু করতে চান, তাঁদের প্রাইভেট মেডিক্যাল কলেজগুলিতে রাজ্যের কোটার এক তৃতীয়াংশ আসনে সরকারি রেটে ভর্তি নিতে হবে।

• সরকার থেকে অর্ধেক স্কলারশিপ হিসেবে দেবে। আর অর্ধেক দিতে হবে পড়ুয়াদের। মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই এদের অনেক টাকা খরচ হচ্ছে। এটা special case। যুদ্ধকালীন স্পেশাল কেস।“

• ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এ রাজ্যের বিভিন্ন কলেজে পড়ানোর ব্যবস্থা করা হবে।

• স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের সামিল করার উদ্যোগ।

মমতা বলেন, একটু সময় লাগতে পারে। কিন্তু সরকার আপনাদের পাশে থাকবে। স্বাস্থ্য সচিবকে তিনি নির্দেশ দেন, স্বাস্থ্য কমিশনকে হাতে হাতে চিঠি দিতে। সংখ্যালঘু উন্নয়নের সচিব পি বি সেলিমকে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগের দ্বায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপারেশন গঙ্গা- মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কে ধাপে ধাপে দেশে ফেরানো হয়েছে। এরপর দিল্লি থেকে বিনা খরচে বাংলায় পড়ুয়াদের ফিরিয়েছে রাজ্য় সরকার। ১১ জন ইনটার্ন-সহ ৩৯১ জন মেডিক্যাল পড়ুয়া ফিরেছেন। তাঁদের সঙ্গেই ফিরেছেন তিন তরুণ। তাঁরা সেখানে কর্মসূত্র গিয়েছিলেন। কাজ হারানো সেই তরুণদেরও পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী উদ্যোগে আপ্লুত পড়ুয়ারা। তাঁরা কথা দেন, ভালো ডাক্তার হয়ে মুখ্যমন্ত্রীর এই সাহায্যের প্রতিদান দেবেন।

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...