Tuesday, May 6, 2025

রাশিয়া থেকে তেল কিনলে ইতিহাসে ভুল দিকে থাকবে ভারত: হুমকি আমেরিকার

Date:

যুদ্ধের জেরে রাশিয়ার(Russia) থেকে অপরিশোধিত তেল কেনার পাশাপাশি একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা(America)। বাইডেনের(Joe Biden) পাশাপাশি একই পথে হেঁটেছে বহু দেশ। এই পরিস্থিতিতে গুঞ্জন শুরু হয়েছে রাশিয়া থেকে বিশেষ ছাড়ে তেল কিনতে পারে ভারত। তবে একইসঙ্গে আশঙ্কাও তৈরি হয়েছে নয়াদিল্লির উপরে কি কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা? এবিষয়েই এবার আমেরিকার তরফে নিজেদের অবস্থান স্পষ্ট করা হল। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, এর জন্য ভারতের উপর হয়ত কোনও নিষেধাজ্ঞা জারি হবে না। তবে ভারত(India) যদি এই সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ইতিহাসে ভুল দিকে স্থান হবে নয়াদিল্লির। ফলে সরাসরি না হলেও আমেরিকার তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয় তবে তা মোটেই ভালভাবে নেবে না আমেরিকা।

সম্প্রতি সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির কাছে জানতে চাওয়া হয় ভারত কি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে? জবাবে তিনি জানান, “আমার মনে হয় না এর ফলে কোনও নিষেধাজ্ঞা জারি হতে পারে। কিন্তু এও মনে হয়, পাশাপাশি এটাও ভাবতে হবে এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে। রাশিয়ার নেতৃত্বকে সমর্থনের অর্থই তাদের আগ্রাসনকেও সমর্থন করা। যে আগ্রাসনের ফলাফল ভয়ংকর।” পাশাপাশি মার্কিন কংগ্রেসের সদস্য ভারতীয় বংশোদ্ভূত অ্যামি বেরা জানান, “রাশিয়া থেকে অতিরিক্ত ছাড়ে ভারতের অপরিশোধিত তেল কেনার যে বিষয়টি প্রকাশ্যে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। যে সময় ইউক্রেনের মানুষের প্রতি বিশ্বের বিভিন্ন দেশ একজোট হচ্ছে এবং রাশিয়ার মারণ হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছে সেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং কোয়াডের একজন নেতা হিসেবে ভারতের এটা দায়িত্ব, যেন কোনও ভাবেই তারা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে পুতিন এবং তাঁর আগ্রাসনকে সমর্থন না করে।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version