বিএসএফের বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে গুলিবিদ্ধ এক বাংলাদেশি, জখম আরো এক

বিএসএফের থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক  বাংলাদেশির। আহত হয়েছেন আরও একজন।  বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সীমান্তে মাথাভাঙ্গার তেতুলেরছড়া এলাকা এই ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ এদিন সকালে সীমান্তে চারজন বাংলাদেশি এসেছিলেন। তাদের গরু পাচারকারী বলে সন্দেহ হয় বিএসএফের। ৷ তাদের বাধা দিলে বিএসএফে-র সঙ্গে শুরু হয় বচসা। সেইসময় এক অভিযুক্ত বিএসএফের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তখন বিএসএফ তার পায়ের দিকে তাক করে গুলি চালায়৷ গুলিবিদ্ধ হয়ে মারা যান এক বাংলাদেশি ৷ অভিযুক্তের নাম জুমান বাবু৷ অভিযুক্ত বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা ৷ অপর একজন রেজাউল করিম বিএসএফ এর মারধরে আহত হয়েছেন। তাকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে৷ বাকি আরও দু’জন বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ৷ সকলেই বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা৷

Previous articleভোটাভুটিতে ত্রিশঙ্কু এগরা পুরসভাও তৃণমূলের দখলে
Next articleভোট পিছোচ্ছে না, ২ কেন্দ্রে উপনির্বাচন নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি কমিশনের