তিস্তা-করলা নদীর সঙ্গমস্থল থেকে জালে উঠল ২০ কেজির রাঘব বোয়াল।
বুধবার বিকেলে জলপাইগুড়ি পুলিশ লাইন সংলগ্ন রেসকোর্স পাড়াবাজারে  এই বিশালাকায় মাছ দেখতে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল। স্থানীয় মৎস্যজীবী পরিতোষ মণ্ডল, জানালেন শুধু এই  একটি রাঘব বোয়ালই নয়।  এদিন বোয়াল ছাড়াও অনেক মাছ ধরা পরেছে জালে। দোলের আগে স্বাভাবিকভাবেই  খুশির হাওয়া মৎস্যজীবী এবং মৎস্যব্যবসায়ীদের মধ্যে। অপরদিকে স্থানীয় বাসিন্দা সঞ্জীব ছেত্রী আনন্দের সঙ্গে বলেন এই বাজারে রোজই স্থানীয় জেলেরা মাছ ধরে এনে বিক্রি করে । তবে আজকের এই কুড়ি কেজি ওজনের রাঘববোয়াল দেখে খুবই ভাল লাগছে।  ইতিমধ্যে অনেকেই মাছটি কেনার জন্য উৎসুক হয়ে আছেন।



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
