Sunday, January 11, 2026

৮ লক্ষ শূন্যপদ পূরণেই নাকাল, ২ কোটি চাকরি অলীক স্বপ্ন মানল মোদি সরকার

Date:

Share post:

ক্ষমতায় আসার আগেই বিজেপির(BJP) প্রতিশ্রুতি ছিল বছরে ২ কোটি চাকরি। তবে সাত বছর পার হয়ে গেলেও সে প্রতিশ্রুতি পূরণ হয়নি। শুধু তাই নয় দু’কোটি চাকরির ধারের কাছে পৌঁছনোর দিশাও দেখাতে পারেনি মোদি সরকার(Modi govt)। বড় সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে যে রিপোর্ট সংসদে পেশ করা হয়েছে তার যথেষ্ট উদ্বেগজনক। কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিভিন্ন মন্ত্রক ও কেন্দ্রীয় সরকারি দপ্তরে খালি রয়েছে সাড়ে ৮ লক্ষের বেশি পদ।

সম্প্রতি সংসদে সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং(Jitendra Singh) জানিয়েছেন, ২০২০ সালের ১ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উল্লিখিত পরিসংখ্যান পেশ করা হয়েছে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়েছে ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার। যেখানে সংসদে মোট ৭৭টি মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দপ্তরের হিসেব পেশ করেছে কর্মিবর্গ মন্ত্রক। তাতে দেখা যাচ্ছে, ওই ৭৭টি মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দপ্তরে মোট অনুমোদিত পদের সংখ্যা ৪০ লক্ষের কিছু বেশি। অথচ উল্লিখিত সময়সীমা পর্যন্ত ওইসব পদে মোট কর্মী রয়েছেন ৩১ লক্ষ ৩২ হাজার ৬৯৮ জন। যার অর্থ, সার্বিকভাবে বিভিন্ন মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ৮ লক্ষ ৭২ হাজারের কিছু বেশি। কেন্দ্রীয় সরকারি পদে এত বেশি পোস্ট শূন্য কেন? প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের সাফ কথা, কর্মসংস্থানের যে প্রচার ভোটের আগে বিজেপি চালায়, তার অর্থ কী? শূন্যপদ থাকা সত্ত্বেও তো দেশের ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চিত থাকেন।

আরও পড়ুন:উপাচার্যের বাসভবনের সামনেই বসন্ত উৎসবে মাতলেন বিশ্বভারতীর পড়ুয়ারা

সংসদে পেশ করা কর্মিবর্গ মন্ত্রকের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ২০২০ সালের ১ মার্চ পর্যন্ত রেলে মোট শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার ২৯৫টি। প্রতিরক্ষা মন্ত্রকের প্রায় আড়াই লক্ষ পদ শূন্য রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকে শূন্যপদের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৮৪২টি। ডাক বিভাগে খালি পড়েছে প্রায় এক লক্ষ পদ। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং অবশ্য সংসদে লিখিতভাবে এও জানিয়েছেন, বিভিন্ন স্বয়ংশাসিত এবং কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলিতে পদের হিসেব কেন্দ্রীয় স্তরে রাখা হয় না।

শূন্যপদ পূরণ নিয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রীর লিখিত জবাব, শূন্যপদে নিয়োগ একটি নিয়মিত প্রক্রিয়া। যখন যেমন চাহিদা তৈরি হয়, সময়ে সময়ে কেন্দ্র সেইমতো সংশ্লিষ্ট মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দপ্তরের শূন্যপদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দেয়। যদিও রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলের ১ লক্ষ ৫৩ হাজার ৯৭৪টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এছাড়াও, রেলেরই ১ লক্ষ ৪০ হাজার ৭১৩টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে সবথেকে বেশি শূন্যপদ থাকা লেভেল ওয়ান কিংবা গ্রুপ ডি’র নিয়োগ প্রক্রিয়াও।

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...