Thursday, August 28, 2025

Drone: এবার পেট্রাপোলে চাষের জমি থেকে উদ্ধার ড্রোন, তদন্তে পুলিশ

Date:

পাকিস্তান সীমান্ত লাগোয়া জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের পরে এবার ভারত-বাংলাদেশ সীমান্তে রহস্যজনকভাবে উদ্ধার হল ড্রোন! উত্তর ২৪ পরগনার বনগাঁর কাছে, পেট্রাপোল সীমান্তে এই ড্রোনটি উদ্ধার করা হয়। ড্রোনটিকে উদ্ধার করে পেট্রাপোল থানার পুলিশ। কোথা থেকে ড্রোনটি এসেছে? তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:Weather Forecast: বাড়ছে তাপমাত্রা, ‘অশনি’র জেরে কী স্বস্তির বৃষ্টি রাজ্যে?

শনিবার সকালে পেট্রাপোলের কলিয়ানি এলাকায়, চাষের জমিতে ড্রোনটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি! এখান থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব প্রায় তিনশত মিটার । ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত, পেট্রাপোলের সদস্য বিশ্বজিৎ সরকার জানান, জল দিতে এসে কিছু একটা পড়ে থাকতে দেখেন তিনি। রহস্যভেদের জন্য আশপাশের কয়েকজনকে ডেকে নিয়ে আসেন তিনি। তারপর থানায় গোটা ঘটনাটি জানানো হলে পুলিশ এসে ড্রোনটি উদ্ধার করে। প্রশাসন সূত্রের দাবি, এই প্রথম ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল অচেনা ড্রোন!

উদ্ধার হওয়া ড্রোনটি চিনে তৈরি বলে জানিয়েছে পেট্রাপোল থানার পুলিশ। এই ধরনের ড্রোন ৫০০ গ্রাম পর্যন্ত ভারবহন করতে সক্ষম বলে দাবি পুলিশের। তারা জানিয়েছে ড্রোনটি উড়তে দেখেছিল কিনা গ্রামবাসীরা, তার খোঁজ নেওয়া হচ্ছে। বিএসএফ-এর সঙ্গেও এবিষয়ে কথাবার্তা চলছে। প্রসঙ্গত, এর আগে জম্মু-কাশ্মীর পাঞ্জাব ও রাজস্থান সীমান্তে সন্দেহজনক ড্রোনের গতিবিধি ধরা পড়েছে। কখনও গুলি করে ড্রোন নামিয়েছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন উদ্ধার নিয়ে ক্রমেই রহস্য বাঁধছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version