স্বপ্নভঙ্গ লক্ষ্য সেনের (Lakshya Sen)। অল ইংল্যান্ড ওপেনের (All England Open Badminton Championship) ফাইনালে হেরে গেলেন ভারতীয় এই শাটলার। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ১০-২১, ১৫-২১ গেমে হেরে গেলেন তিনি। যার ফলে ২০০১ সালের পর অল ইংল্যান্ড ওপেনে সোনা অধরা রইল ভারতের।

রবিবার ফাইনালে প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করেন ভিক্টর। শুরু থেকেই লক্ষ্যকে মাত দিতে থাকেন তিনি। পয়েন্টের ব্যবধান অনেকটাই হয়ে যায়। প্রথম গেমের বিরতিতে ১১-২ পয়েন্টে এগিয়ে ছিলেন ভিক্টর। মাঝে লক্ষ্য একবার ফেরার চেষ্টা করেছিলেন। তবে পারেননি। ২১-১০ গেমে প্রথম সেট পকেটে পুরে নেন ভিক্টর। দ্বিতীয় গেমেও ডেনমার্কের শাটলারের আগ্রাসী মানসিকতা বজায় ছিল। লক্ষ্যের দুর্বলতা খুঁজে সেই জায়গাতেই আক্রমণ করছিলেন তিনি। সেই চাপ সামলাতে পারেননি লক্ষ্য।
আরও পড়ুন:Isl: আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি, দুরন্ত পারফরম্যান্স গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমানির
