Saturday, August 23, 2025

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আদৌ কী উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ? হলেও কীভাবে ? তাই নিয়ে এখন দোলাচলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্বিগ্ন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। আজ সোমবার থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। বিশ্বভারতীর দু’টি স্কুল পাঠভবন এবং শিক্ষাসত্রের ২০০ পরীক্ষার্থীর এবছর পরীক্ষায় বসার কথা । ভাষাভবন এবং বিদ্যাভবনে সকাল ৯ টা থেকে ভাষা প্রথমপত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষাই হল না। ছাত্র আন্দোলনের জেরে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই পারলেন না। অভিযোগ উঠেছে লাগাতার ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত পড়ুয়ারা এদিন পরীক্ষা দিতে ইচ্ছুকদের কেন্দ্রে ঢুকতে দেননি। গেট বন্ধ করে দিয়েছেন । অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি তারা জোর করে কিছু করেননি। তারা পরীক্ষা বন্ধও করেননি । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্বেচ্ছায় তাদের আন্দোলনকে সমর্থন করে পরীক্ষা দিতে যায়নি। আর বিশ্বভারতী কর্তৃপক্ষ এ ব্যাপারে অদ্ভুত রকম নীরবতা পালন করছে । ফলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আদৌ হবে কী হবে না তাই নিয়েই দোলাচল তৈরি হয়েছে । অনিশ্চিত হয়ে পড়েছে২০০ পরীক্ষার্থীর জীবন। সন্তানদের ভবিষ্যত নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন পড়ুয়াদের অভিভাবকরাও।

 

জানা গিয়েছে এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের একটা বৈঠক হয়েছিল । সেখানে ঠিক হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। কিন্তু এই দাবি নস্যাৎ করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে পরীক্ষা হবে অনলাইনেই। ফলে অফলাইন না অনলাইন শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে দোলাচল কাটছে না। আর এই টানাপোড়েনের জেরে অনিশ্চিত হয়ে গেল ২০০ পরীক্ষার্থী জীবন ।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version