Saturday, January 10, 2026

রামপুরহাট কাণ্ডে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, রাজ্যে আসবে কেন্দ্রীয় দল

Date:

Share post:

রামপুরহাটে(Rampurhat) ৮ মৃত্যুর ঘটনায় এবার তৎপর হয়ে উঠল কেন্দ্র। আগামী ২৪ ঘন্টার মধ্যে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট(Report) তলব করা হয়েছে রাজ্যের কাছে। শুধু তাই নয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের আসবে কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল।

বীরভূমের রামপুরহাটে ৮ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। তবে রামপুরহাট কাণ্ডকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে রাজ্য বিজেপি। এদিন দিল্লিতে এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপি প্রতিনিধি দল। যে দলে ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংয়ের মত নেতৃত্বরা। রাজ্য বিজেপির তরফে শাহ সাক্ষাতের পরই গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের(Home ministry) তরফে। জানা গিয়েছে, এই ঘটনার বিস্তারিত জানতে বিজেপির পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল আসবে রামপুরহাটের বগটুই গ্রামে।

আরও পড়ুন:Mithali Raj: বাংলাদেশের বিরুদ্ধে ম‍্যাচ জিতে পরবর্তী ম‍্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু মিতালি রাজের

পাশাপাশি এদিন কেন্দ্রীয় দল পাঠানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “যে কোনও মৃত্যু দুর্ভাগ্যজনক। শোনা যাচ্ছে যে এই ঘটনার জন্য কেন্দ্র টিম পাঠাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ আধিকারিকদের ক্লোজ করা হয়েছে। সিট গঠন হয়েছে। এই বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ তদন্ত হবে। রাজ্যের পাশে না দাঁড়িয়ে টিম পাঠানো নিন্দনীয় ঘটনা।”

পাশাপাশি দুর্ঘটনাস্থল পরিদর্শন এরপর মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “তৃণমূলকে বদনাম করতেই রামপুরহাটে উত্তেজনা তৈরী করা হয়েছে। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন আইন আইনের পথে চলবে। দ্রুত তদন্ত করে দোষীদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে।”

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...